দেশজুড়ে

কক্সবাজারে আনন্দভ্রমণে যাওয়ার পথে প্রাণ গেলো দুইজনের

চট্টগ্রামের সীতাকুণ্ডে ডাম্প ট্রাকে মাইক্রোবাসের ধাক্কায় দুই যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও চারজন। নিহতরা একই পরিবারের সদস্য।

Advertisement

সোমবার (৩ ফেব্রুয়ারি) সকাল ৬টার দিকে উপজেলার সলিমপুর ইউনিয়নের বাংলাবাজার এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, আনোয়ার হোসেন (৬২) ও অজ্ঞাত এক নারী। আহতদের নাম ঠিকানা পাওয়া যায়নি।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, তারা আনন্দ ভ্রমণের উদ্দেশে নারায়ণগঞ্জ থেকে কক্সবাজারে যাচ্ছিলেন। যাওয়ার পথে এই ঘটনা ঘটে। দুর্ঘটনা কবলিত মাইক্রোবাসটি দুমড়ে-মুচড়ে যায়।

Advertisement

জানা গেছে, সোমবার সকাল ৬টায় নারায়ণগঞ্জের সৈয়দপুর থেকে আনন্দ ভ্রমণের উদ্দেশে কক্সবাজার যাওয়ার পথে চলন্ত একটি ডাম্প ট্রাকের পেছনে ধাক্কা দেয় কক্সবাজারের উদ্দেশে রওনা করা মাইক্রোবাসটি। এতে ঘটনাস্থলে একজন মারা যান। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে আসে বার আউলিয়া হাইওয়ে থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের পৃথক দুটি টিম। আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এসময় আরও এক নারীর মৃত্যু হয়।

নিহত আনোয়ার হোসেনের ছেলে তালহা জানান, সড়ক দুর্ঘটনায় তার বাবা ও খালার মৃত্যু হয়েছে।

কুমিল্লা ফায়ার সার্ভিসের সিনিয়র কর্মকর্তা আল মামুন বলেন, দুর্ঘটনা কবলিত মাইক্রোবাসটি কক্সবাজারের উদ্দেশে যাচ্ছিল। এসময় মাইক্রোবাসটি সলিমপুর ইউনিয়নের বাংলাবাজার এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে ডাম্প ট্রাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে একজন মারা যান। পরবর্তীতে আরও একজন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান। আহতরা চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।

বার আউলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মুমিন বলেন, দুর্ঘটনার পর খবর পেয়ে বার আউলিয়া হাইওয়ে থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে যায়। ঘটনাস্থলে একজন মারা যান। এই ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

Advertisement

এম মাঈন উদ্দিন/এফএ/জেআইএম