দেশজুড়ে

বাঁচানো গেলো না বসতঘরে দগ্ধ স্কুলছাত্র নিতুনকে

প্রায় এক সপ্তাহ চিকিৎসাধীন থাকার পর মৃত্যুর কাছে হার মানলো রাজবাড়ীর গোয়ালন্দে বসতঘরের আগুনে দগ্ধ স্কুলছাত্র নিতুন সরকার (১৪)।

Advertisement

সোমবার (৩ ফেব্রুয়ারি) ভোর ৪টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিতুনের বাবা নিমাই সরকার বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, আগুনে নিতুনের শরীরের প্রায় ৪৪ শতাংশ পুড়ে যায়। পাশাপাশি কিডনি ড্যামেজ হয়। চিকিৎসাধীন অবস্থায় সোমবার ভোরে তার মৃত্যু হয়েছে।

নিতুন সরকার রাজবাড়ীর গোয়ালন্দ পৌরসভার ইউসুফ আলী বেপারীর বাড়ির ভাড়াটিয়া ও ফরিদপুরের মধুখালীর নিমাই সরকারের ছেলে। সে গোয়ালন্দের লোটাস কলেজিয়েট স্কুলের দশম শ্রেণির ছাত্র ছিল।

Advertisement

জানা যায়, গত ২৮ জানুয়ারি বিকেলে বসতবাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিতুন ঘরের ভেতর আটকে পড়ে। পরে স্থানীয়রা ঘরের দেয়াল ভেঙে দগ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে অবস্থার অবনতি হলে ওই দিন রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

রুবেলুর রহমান/এফএ/জেআইএম