যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলে অবস্থিত হিউস্টন বিমানবন্দরে স্থানীয় সময় রোববার ইঞ্জিনে ত্রুটির কারণে রানওয়েতে থাকা একটি প্লেন থেকে শতাধিক মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে। ফেডারেল কর্তৃপক্ষ এবং সংশ্লিষ্ট এয়ারলাইন্স এ তথ্য জানিয়েছে। ইউনাইটেড এয়ারলাইন্সের ক্রুরা জানিয়েছেন, এই ঘটনায় কারও আহত হওয়ার খবর পাওয়া যায়নি।
Advertisement
ওই এয়ারলাইন্সের পক্ষ থেকে জানানো হয়েছে, ১৩৮২ ফ্লাইট শুরুর আগেই এর একটি ইঞ্জিনে সমস্যার বিষয়টি জানতে পারার পর পরই রানওয়েতে থাকা অবস্থায়ই প্লেনটি থেকে লোকজনকে সরিয়ে নেওয়া হয়।
সংস্থাটি এক বিবৃতিতে জানিয়েছে, রানওয়েতে স্লাইড এবং সিঁড়ি দিয়ে লোকজনকে নামিয়ে আনা হয় এবং বাসে করে তাদের টার্মিনালে নিয়ে যাওয়া হয়েছে।
রোববার স্থানীয় সময় সকাল ৮টা ৩৫ মিনিটে জর্জ বুশ আন্তর্জাতিক বিমানবন্দরে এই ঘটনা ঘটেছে। যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন জানিয়েছে, তারা এই ঘটনা তদন্ত শুরু করছে।
Advertisement
ইউনাইটেড এয়ারলাইন্স জানিয়েছে, এয়ারবাস এ৩১৯-এ ১০৪ জন যাত্রী এবং পাঁচজন ক্রু ছিলেন। প্লেনটি নিউ ইয়র্কের লা গার্ডিয়া বিমানবন্দরের উদ্দেশে ছেড়ে যাওয়ার কথা ছিল।
আরও পড়ুন: ওয়াশিংটন ট্র্যাজেডির দু’দিন পরে যুক্তরাষ্ট্রে ফের প্লেন দুর্ঘটনা যুক্তরাষ্ট্রে যাত্রীবাহী প্লেনের সঙ্গে হেলিকপ্টারের সংঘর্ষ, বহু হতাহতের শঙ্কা যুক্তরাষ্ট্রে প্লেন দুর্ঘটনা, নদী থেকে ১৮ মরদেহ উদ্ধারএর আগে গত বুধবার রাতে ওয়াশিংটন ডিসির রোনাল্ড রিগান ন্যাশনাল এয়ারপোর্টের কাছে মার্কিন সেনাবাহিনীর একটি ব্ল্যাক হক হেলিকপ্টারের সঙ্গে আমেরিকান এয়ারলাইনসের একটি যাত্রীবাহী প্লেনের সংঘর্ষ হয়।
সংঘর্ষের পর প্লেনটি পোটোমাক নদীতে বিধ্বস্ত হয়। প্লেনটিতে ৬০ জন যাত্রী এবং ৪ জন ক্রু ছিলেন। দুর্ঘটনার পর থেকে এখন পর্যন্ত মোট ৫৫ জনের মরদেহ উদ্ধার করা সম্ভব হয়েছে।
টিটিএন
Advertisement