ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় দুই যুবক নিহত হয়েছেন। রোববার (২ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার আলীয়াবাদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
Advertisement
নিহতরা হলেন, শিহাব উদ্দিন (২৫) ও বোরহান উদ্দিন (২৪)। শিহাব পৌর এলাকার আলীয়াবাদ গ্রামের রফিক মিয়ার ছেলে এবং বোরহান উদ্দিন একই এলাকার ফরিদ মিয়ার ছেলে।
রাসেল নামে এক প্রত্যক্ষদর্শী জানান, মোটরসাইকেলটি দ্রুতগতিতে এসে একটি গাছের সঙ্গে ধাক্কা লাগে। স্থানীয়রা গুরুতর আহতাবস্থায় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিহাবকে মৃত ঘোষণা করে। গুরুতর আহত বোরহানকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। পরে ঢাকায় নেওয়ার পথে বোরহান মারা যান।
নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রাজ্জাক বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
Advertisement
আবুল হাসনাত মো. রাফি/আরএইচ/জিকেএস