সাত দফা দাবি আদায়ে প্রধান উপদেষ্টার বাসভবনে যাওয়ার পথে পুলিশি বাধায় আবারও সড়কে অবস্থান নিয়েছেন জুলাই আন্দোলনে আহতরা।
Advertisement
রোববার (২ ফেব্রুয়ারি) হোটেল ইন্টার কন্টিনেন্টালের পাশের সড়কে গেলে পুলিশি বাধার মুখে পড়েন আন্দোলনকারীরা। পরে সেখানেই অবস্থান নেন তারা।
এর আগে সন্ধ্যা ৬টা পর্যন্ত শিশুমেলা সংলগ্ন সড়কে অবস্থান কর্মসূচি শেষ করে হাসপাতালের দিকে ফিরে যান আন্দোলনকারীরা। পরে সেখান থেকে প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে পদযাত্রা শুরু করেন।
এদিন বেলা ১১টার পর থেকেই শিশুমেলা সংলগ্ন সড়কে অবস্থান নিয়ে দাবি আদায়ে আন্দোলন শুরু করেন জুলাই আন্দোলনে আহত পঙ্গু হাসপাতাল ও চক্ষু হাসপাতালে চিকিৎসাধীন আহতরা। সেসময় দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলমান থাকবে বলেও ঘোষণা দেন তারা।
Advertisement
আরও পড়ুন
সড়ক ছাড়লেন জুলাই আন্দোলনে আহত আন্দোলনকারীরা, যান চলাচল শুরু অভ্যুত্থানে আহতদের আন্দোলনে জয় বাংলা স্লোগান, বৃদ্ধকে গণপিটুনি কারও আশ্বাসে সড়ক ছাড়বেন না অভ্যুত্থানে আহতরা, সরকারকে আলটিমেটামপরে বিকেল ৪টায় সচিবালয় অভিমুখে যাত্রার ঘোষণা দেন। এরপর দুই ঘণ্টা সময় পিছিয়ে ৬টায় প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে যাত্রার ঘোষণা দেন।
আহতদের ৭ দাবি১. ২৪ এর যোদ্ধাদের মধ্যে আহত এবং শহীদদের হত্যার সঙ্গে জড়িত ব্যক্তিদের পূর্ণাঙ্গ বিচার।
২. ফ্যাসিস্ট সরকারের অনুসারীদের সরকারের বিভিন্ন পদ থেকে অপসারণপূর্বক গ্রেফতার।
Advertisement
৩. আহতদের কেটাগরী সঠিকভাবে প্রণয়ন।
৪. আহতদের পুনর্বাসন প্রক্রিয়া সঠিকভাবে বাস্তবায়ন।
৫. আহতদের চিকিৎসার সর্বোচ্চ সুব্যবস্থা নিশ্চিত করতে হবে।
৬. আহত এবং শহীদদের রাষ্ট্রীয় সম্মাননাসহ প্রয়োজনীয় আইনি সুরক্ষা নিশ্চিত করতে হবে।
৭. আহতদের আর্থিক অনুদানের অঙ্ক বৃদ্ধিসহ ভবিষ্যৎ নিরাপত্তার বিষয়টা সুসংহত করতে হবে।
কেআর/ইএ/জেআইএম