রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) সায়েন্স ক্লাবের ১১তম কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে ফার্মেসি বিভাগের শেখ সৈকতকে সভাপতি ও পদার্থবিজ্ঞান বিভাগের রবি উস সানি স্বপনকে সাধারণ সম্পাদক করে আংশিক কমিটি ঘোষণা করা হয়।
Advertisement
রোববার (২ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টায় ছাত্র-শিক্ষক সাংস্কৃতিক কেন্দ্রে ‘ওয়ালটন স্মার্ট ফ্রিজ প্রেজেন্টস ৮ম আরইউএসসি ন্যাশনাল সায়েন্স ফিয়েস্টা ২০২৪’ এর সমাপনী অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক ড. এ কে এম আজহারুল ইসলাম আনুষ্ঠানিকভাবে এ কমিটি ঘোষণা করেন।
কমিটির অন্য সদস্যরা হলেন, সহ-সভাপতি খালিদ মাহমুদ, কোষাধ্যক্ষ মো. ইসমাইল হোসেন আশিক, যুগ্ম-সাধারণ সম্পাদক সোহরাব উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মো. আবু জুবায়ের, যুগ্ম-সাংগঠনিক সম্পাদক আরিফা খাতুন, দপ্তর সম্পাদক হিসেবে আবিদ হাসান।
নবনির্বাচিত সভাপতি শেখ সৈকত বলেন, ‘২০১৫ সালে প্রতিষ্ঠিত রাজশাহী বিশ্ববিদ্যালয় সায়েন্স ক্লাব বিজ্ঞানের প্রচার, প্রসার ও গবেষণায় অনুপ্রেরণা জোগাতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আশা করি নতুন কমিটি এই ধারাবাহিকতা বজায় রাখবে।’
Advertisement
মনির হোসেন মাহিন/এএইচ/জেআইএম