জাতীয়

কুড়িয়ে পাওয়া ককটেল বিস্ফোরণে উড়ে গেলো শিশুর হাতের আঙুল

রাজধানীর শনির আখড়া জাপানি বাজারের ৪ নম্বর গলির একটি বাসায় ককটেল বিস্ফোরণে নুরুল ইসলাম (০৮) নামের এক শিশু আহত হয়েছে। বিস্ফোরণে তার ডান হাতের সবগুলো আঙুল উড়ে যায়।

Advertisement

রোববার (০২ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে এই ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে সন্ধ্যা ৬টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে এনে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। এরপর তাকে শ্যামলীর পঙ্গু হাসপাতালে রেফার করা হয়।

তাকে হাসপাতালে নিয়ে আসা প্রতিবেশী বিজয় জানান, বিকেলে শনির আখড়া জাপানি বাজারের ৪ নম্বর গলিতে শিশুটি লাল স্কচটেপ দিয়ে মোড়ানো একটি প্লাস্টিকের বল পায়। পরে ওই বল দিয়ে খেলার সময় হঠাৎ বিস্ফোরণ হয়। এতে তার ডান হাতের সব আঙুল উড়ে যায়। পরে আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে উন্নত চিকিৎসার জন্য পঙ্গু হাসপাতালে পাঠানো হয়।

তিনি আরও জানান, ওই শিশুটির গ্রামের বাড়ি ময়মনসিংহ জেলার তারাকান্দা থানার চর ফরিদপুর গ্রামে। ঢাকার শনির আখড়া এলাকায় পরিবারের সঙ্গে থাকতো সে।

Advertisement

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক বিষয়টি নিশ্চিত করে জানান, শনির আখড়া থেকে এক শিশু ককটেল বিস্ফোরণে আহত হয়ে ঢাকা মেডিকেলে এসেছে। তার ডান হাতের আঙুল উড়ে গেছে।

কাজী আল-আমিন/এএমএ/জেআইএম