একদম শেষ দিনে বদলে গেল সমীকরণ। সেই ঢাকায় হওয়া প্রথম পর্ব থেকেই সবার ওপরে ছিল রংপুর রাইডার্স আর ফরচুন বরিশাল। রাউন্ড রবিন লিগের শেষ ম্যাচের আগে পর্যন্ত মনে হচ্ছিল কোয়ালিফায়ার ১-এ মুখোমুখি হবে তামিম ইকবালের ফরচুন বরিশাল আর নুরুল হাসান সোহানের রংপুর রাইডার্স।
Advertisement
কিন্তু টানা আট জয়ের পর রংপুর হারের বৃত্তে আটকে পড়ায় পাল্টে গেছে চালচিত্র। আর ফিরতি পর্বে ফরচুন বরিশালকে ২৪ রানে হারিয়ে রংপুরকে পেছনে ফেলে ২ নম্বরে উঠে এসে কোয়ালিফায়ার ১-এ খেলা নিশ্চিত করেছে মোহাম্মদ মিঠুনের চিটাগং কিংস।
আগামীকাল সোমবার সন্ধ্যায় কোয়ালিফায়ার ১-এ মুখোমুখি হবে তামিম ইকবালের ফরচুন বরিশাল ও মোহাম্মদ মিঠুনের চিটাগাং কিংস। দুই দলের সামনেই ফাইনালের সুযোগ। জিতলেই এবারের বিপিএলের ফাইনাল নিশ্চিত। হারলেও সম্ভাবনা শেষ হয়ে যাবে না। তখন কোয়ালিফায়ার ২-এ খেলতে হবে এলিমিনেটর পর্বের বিজয়ীর সাথে। সে ম্যাচটি হবে ৫ ফেব্রুয়ারি।
তামিম ইকবাল, ডেভিড মালান, তাওহিদ হৃদয়, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মোহাম্মদ নবি, ফাহিম আশরাফ, রিশাদ হোসেন, জেমস ফুলার ও এবাদত হোসেন, তাইজুল ইসলামের মতো খেলোয়াড়ে গড়া বরিশাল খালি চোখে একটু সমৃদ্ধ দল।
Advertisement
তবে চিটাগং কিংসও এখন আর হেলাফেলার দল নয়। আসর যত শেষের দিকে যাচ্ছে, চিটাগাং কিংসও দল হিসেবে ততই দাঁড়িয়ে গেছে। নামী ও দামী পারফরমার কম থাকলেও ব্যাটিং ও বোলিংয়ে কার্যকর পারফরমার আছেন বেশ ক’জন, যারা এখন বেশ ছন্দে আছেন। যেমন ওপেনার পারভেজ হোসেন ইমন, পাকিস্তানের অলরাউন্ডার হায়দার আলী ও শামীম পাটোয়ারী সময়ের দাবি মেটাচ্ছেন। গতকালের শেষ ম্যাচেই তার প্রমাণ মিলেছে।
বাঁহাতি ওপেনার পারভেজ ইমন (৪১ বলে ৭৪), হায়দার আলী (২৩ বলে ৪২ নটআউট) আর শামীম পাটোয়ারীর (১২ বলে ৩০) ইনিংস তিনটির ওপর ভর করেই রাউন্ড রবিন লিগের শেষ ম্যাচে ২০৬ রানের বড় সংগ্রহ গড়ে চিটাগং কিংস।
দুই দলের হিসাবও সমান সমান রয়েছে। চট্টগ্রামে প্রথম দেখায় বরিশাল জিতেছিল ৬ উইকেটে। চিটাগং কিংসের ৮ উইকেটে করা ১২১ রানের মামুলি সংগ্রহ তাড়া করে ৪ উইকেট খুইয়ে ১৯ বল আগেই জয় তুলে নিয়েছিল তামিমের দল।
দুই পেসার ফাহিম আশরাফ (৩/১২) আর রিপন মণ্ডলের (৩/১৫) ধারালো বোলিং তোড়ে ভেঙে যায় চিটাগং কিংসের বড় সংগ্রহ গড়ার স্বপ্ন। আর কাল ১ ফেব্রুয়ারি ফিরতি লড়াইয়ে চিটাগং কিংস জিতলো ২৪ রানে।
Advertisement
রাউন্ড রবিন লিগ শেষে এখন নক আউট পর্ব, স্নায়ুর লড়াই। এখানে শক্তি ও সামর্থ্যের পাশাপাশি মনের লড়াইও হবে। এখন দেখা যাক, নামী তারকায় ঠাসা বরিশালের বিপক্ষে দল হিসেবে দাঁড়িয়ে যাওয়া চিটাগং কিংস সেই মনের লড়াইয়ে কতটা কুলিয়ে উঠতে পারে।
এআরবি/এমএমআর/জেআইএম