বিয়ে করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক এবং জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম। গতকাল শুক্রবার তার বিয়ের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ হয়।
Advertisement
এবার নিজের ফেসবুকে স্ট্যাটাস দিয়ে নতুন জীবনের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন সারজিস।
শনিবার (১ ফেব্রুয়ারি) রাতে এক স্ট্যাটাসে তিনি লিখেন, আলহামদুলিল্লাহ। নিশ্চয়ই আল্লাহ সর্বোত্তম পরিকল্পনাকারী। গতকাল (শুক্রবার) আমি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছি। দুই পরিবারের উপস্থিতিতে মসজিদে বাদ আসর ছোট পরিসরে এই বিবাহ সম্পন্ন হয়।
আরও পড়ুন
Advertisement
সারজিস বলেন, যারা বিভিন্ন মাধ্যমে আমাকে শুভেচ্ছা জানিয়েছেন, দোয়া করেছেন; আপনাদের প্রতি কৃতজ্ঞতা। পারিবারিকভাবে ছোট পরিসরে হওয়ায় কাছের অনেক শুভাকাঙ্ক্ষীকে বলতে পারিনি। সেজন্য আন্তরিকভাবে দুঃখিত। তবে সুবিধাজনক সময়ে কিছুটা বড় পরিসরে একসঙ্গে মিলিত হওয়ার ইচ্ছা আছে। আমাদের জন্য দোয়া করবেন।
শুক্রবার এক ফেসবুক পোস্টে সারজিসের বিয়ের বিষয়টি জানিয়ে স্ট্যাটাস দেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। ওই পোস্টে তিনি লেখেন, ‘নবজীবনে পদার্পণে অভিনন্দন সার্জিস ভাই। বিবাহিত জীবন সুখের হোক।’
এমকেআর
Advertisement