খেলাধুলা

রেকর্ড পরিমাণ রাজস্ব, আগামীতে আরও ভালো করার আশা ক্রীড়া উপদেষ্টার

বিপিএল প্রায় শেষের পথে। সব মিলিয়ে কেমন কাটছে এবারের আসর? একজন দর্শক হিসেবে ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার মনে হয়েছে, এবারের বিপিএলে আগের আসরের তুলনায় স্কোরলাইন বড় হয়েছে। অনেক খেলায় ২০০ রান হয়েছে। এছাড়া বিপিএলে টিকিট বিক্রির পরিমাণ বেড়েছে। সব মিলিয়ে ভালো-মন্দের মিশেলে কেটেছে এবারের আসর।

Advertisement

আজ শনিবার রাতে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে খেলা দেখতে গিয়ে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে আলাপে ক্রীড়া উপদেষ্টা বলেন, কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনার পরও এবারের বিপিএলে টিকিট বিক্রিতে রেকর্ড পরিমাণ রাজস্ব এসেছে। একজন দর্শক হিসেবে বললে, এবারের আসরে স্কোরলাইন বড় হয়েছে। আগে গড়পড়তা রান হতো ১২০-১৩০, কিন্তু এবার অনেকগুলো ম্যাচে ২০০ রান উঠেছে। দর্শকরাও আনন্দ পাচ্ছে। এটি একটি লার্নিং হয়ে থাকবে। আশা করছি, আগামীতে আরও ভালো করতে পারবো।

আরও পড়ুন

স্পট ফিক্সিং: বিসিবির চোখে সন্দেহভাজন ১০ ক্রিকেটার!

এবারের বিপিএল আয়োজনে কোনো চাপ ছিল কি না? এ প্রশ্নের উত্তরে আসিফ মাহমুদ বলেন, আমরা ধারাবাহিকতা বজায় রাখার চেষ্টা করেছি। এবার অনেকগুলো চ্যালেঞ্জ ছিল। বোর্ডে ব্যাপক রদবদল ঘটেছে। অল্প সময়ের মধ্যে এ আসর আয়োজন সহজ ছিল না, বরং কষ্টসাধ্য ছিল। এছাড়া আরও কিছু বিষয়ে সামঞ্জস্য ঠিকমতো হয়নি।

Advertisement

তিনি বলেন, আশা করছি, আমাদের সত্যানুসন্ধানী কমিটি তা খুঁটিয়ে দেখবে। কোথায় কোথায় ভুল-ত্রুটি ছিল, কারও গাফিলতি থাকলে সেটাও চিহ্নিত করবো।

এআরবি/এমএমআর