বাফুফের মনোভাব কোচ পিটার বাটলারই থাকবেন। সাবিনাদের সাফ কথা, তিনি থাকলে তারা ফুটবলকে গুডবাই জানাবেন। অবস্থা বলে দিচ্ছে রাস্তা খোলা দুটি; হয় কোচ সরাতে হবে, না হয় কয়েকজন সিনিয়র খেলোয়াড়কে বাদ দিতে হবে।
Advertisement
এর মাঝামাঝি কিছু আপাতত দেখা না গেলেও সেই পথ খুঁজতে বাফুফে যে ৭ সদস্যের বিশেষ কমিটি গঠন করেছে, এখন সবাই তাকিয়ে সেই দিকে। কোথাকার পানি কোথায় গিয়ে গড়ায়, তা নির্ভর করছে বাফুফের সনিয়র সহ-সভাপতি ইমরুল হাসানের নেতৃত্বাধীন এই কমিটির প্রতিবেদনের ওপর।
সময় বেশি দেওয়া হয়নি কমিটিকে। প্রতিবেদন জমা দিতে হবে বৃহস্পতিবারের মধ্যে। তাইতো কাজে নেমে পড়েছে ওই কমিটি। শনিবার রাতে বাফুফে ভবনে কমিটির সদস্যদের নিয়ে রুদ্ধদ্বার সভায় বসেছেন। প্রথম সভায় মূলত কমিটির কর্মপরিকল্পনা নির্ধারণ হবে।
সভা শুরুর আগে কমিটির চেয়ারম্যান বলেছেন, ‘যেহেতু আজ থেকে কমিটির কাজ শুরু হলো তাই শেষ না করে কোনো মন্তব্য করা সমীচীন হবে না। আমরা ৭ দিন পর একসাথেই বলবো।’
Advertisement
এ দিকে শনিবার বিদ্রোহ করা সিনিয়র খেলোয়াড়দের ছাড়াই পিটার বাটলারের অধীনে সকালে অনুশীলন ও দুপুরে জিম করেছেন অন্য ফুটবলাররা।
২৪ ফেব্রুয়ারি নারী ফুটবল দল নিয়ে সংযুক্ত আরব আমিরাত যাওয়ার কথা পিটার বাটলারের। সেখানে স্বাগতিকদের বিপক্ষে ২৬ ফেব্রুয়ারি ও ২ মার্চ দুটি ম্যাচ খেলার কথা বাংলাদেশের। উদ্ভূত পরিস্থিতিতে এই সফরের ভাগ্যে কী আছে, সেই শঙ্কাও তৈরি হয়েছে।
আরআই/এমএমআর/জেআইএম
Advertisement