খেলাধুলা

সেরা দুইয়ের লক্ষ্যে বরিশালের বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ে চিটাগং

ফরচুন বরিশালের কোয়ালিফায়ার-১ খেলা নিশ্চিত হয়ে গেছে। গ্রুপপর্বের শেষ ম্যাচ হারলেও তারা পয়েন্ট তালিকার শীর্ষেই থাকবে। তবে এই ম্যাচটি ভীষণ গুরুত্বপূর্ণ চিটাগং কিংসের জন্য।

Advertisement

আজ (শনিবার) বরিশালকে হারাতে পারলে সেরা দুইয়ে থেকে গ্রুপপর্ব শেষ করবে চিটাগং। সেই লক্ষ্যে নেমে অবশ্য টসভাগ্য সহায় হয়নি তাদের।

মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ফিল্ডিং বেছে নিয়েছেন বরিশাল অধিনায়ক তামিম ইকবাল। অর্থাৎ মোহাম্মদ মিঠুনের চিটাগং কিংস ব্যাটিং করবে।

এমএমআর/জেআইএম

Advertisement