দেশজুড়ে

‘চাঁদা না দেওয়ায় যুবদল নেতা আমার বাস পুড়িয়ে দিয়েছে’

‘চাঁদা না দেওয়ায় যুবদল নেতা আমার বাস পুড়িয়ে দিয়েছে’

পাবনায় চাঁদা দিতে না চাওয়ায় বাস পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে যুবদল নেতার বিরুদ্ধে। শুক্রবার (৩১ জানুয়ারি) দিনগত রাত সাড়ে ৩টার দিকে মালিগাছা ইউনিয়নের শংকরপুর এলাকায় তামিম ট্রাভেলস নামের যাত্রীবাহী ওই বাস পোড়ানোর ঘটনা ঘটেছে।

Advertisement

এ ঘটনায় শনিবার (১ জানুয়ারি) সন্ধ্যায় ভুক্তভোগী বাস চালক এনামুল হক পাবনা সদর থানায় লিখিত অভিযোগ করেছেন। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম অভিযোগ প্রাপ্তির বিষয়টি নিশ্চিত করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার বিকেলের দিকে তামিম ট্রাভেলসের মালিক এনামুল হকের কাছে মালিগাছা ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক রানু বিশ্বাস মাসিক ২০ হাজার টাকা চাঁদা দাবি করেন। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে বাস চলাচল বন্ধ ও পুড়িয়ে দেওয়ার হুমকি দেন। পরে শুক্রবার রাতে তিনটি মোটরসাইকেলে কয়েকজন এসে শংকরপুর গ্রামে দাঁড়িয়ে থাকা বাসে পেট্রোল ঢেলে আগুন দিয়ে চলে যায়। এসময় প্রতিবেশীরা বিষয়টি বুঝতে পেরে ডাকাডাকি করলে এলাকাবাসী আগুন নেভান। এতে ৬ লক্ষাধিক টাকা ক্ষতি হয়েছে বলে দাবি বাস মালিকের।

বাস মালিক এনামুল হক বলেন, দুদিন আগে রানু বিশ্বাস এসে আমার থেকে ২০ হাজার টাকা চাঁদা দাবি করেন। এসময় আমি তাকে বলি যে, কেন জন্য চাঁদা দিতে হবে? সে আমাকে বলে, চাঁদা না দিলে বাস চলতে দেওয়া হবে না। পুড়িয়ে ছাই করে দেওয়া হবে। প্রতি মাসের শুরুতে চাঁদার টাকা দিতে হবে। এরপর গত রাতে রানু বিশ্বাসের নেতৃত্বে আমার বাসটিকে পোড়ানো হয়েছে।

Advertisement

এ বিষয়ে অভিযুক্ত যুবদল নেতা রানু বিশ্বাস বলেন, সব অভিযোগ মিথ্যা। আমি কয়েকদিনের মধ্যে ওই এলাকায় যাইনি। কোনো ধরনের চাঁদাও দাবি করিনি। আমাকে ফাঁসাতে এসব মিথ্যা অভিযোগ আনা হচ্ছে। সঠিক তদন্ত করলে সব সত্য বেরিয়ে আসবে।

মালিগাছা ইউনিয়নের চেয়ারম্যান সৈয়দ মুন্তাজ আলী বলেন, বাসটিকে পেট্রোল ঢেলে এমনভাবে পোড়ানো হয়েছে যে, বলার ভাষা নেই। আমি সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছি। সদরের ওসি ও ইউএনওকে অবগত করেছি। যারা এই অপকর্মের সঙ্গে জড়িত তাদের বিরুদ্ধে কঠোর শাস্তি হওয়া দরকার।

এ বিষয়ে জেলা যুবদলের আহ্বায়ক হিমেল রানা বলেন, বিষয়টি জেনেছি। কাজটি জাতীয়তাবাদী চেতনাবিরোধী। তদন্তে দোষ প্রমাণিত হলে অবশ্যই সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে।

পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছিলাম। কারা এ ঘটনার সঙ্গে জড়িত সেটি এখনো জানা যায়নি। বাস মালিক লিখিত অভিযোগ করেছেন। তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

Advertisement

আলমগীর হোসাইন নাবিল/এএইচ/জেআইএম