ক্যাম্পাস

বাঁধন শেকৃবি ইউনিটের নতুন কমিটি

স্বেচ্ছায় রক্তদাতাদের সংগঠন ‘বাঁধন’ শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় (শেকৃবি) ইউনিটের কার্যকরী কমিটি- ২০২৫ গঠিত হয়েছে।

Advertisement

কমিটিতে সভাপতি হিসাবে ২০২০-২০২১ শিক্ষাবর্ষের অ্যানিমেল সায়েন্স অ্যান্ড ভেটেরিনারি মেডিসিন (এএসভিএম) অনুষদের শিক্ষার্থী মো. আফিকুল ইসলাম রাহী ও ফিসারিজ অনুষদের একই শিক্ষাবর্ষের প্রনাথ বিশ্বাসকে সাধারণ সম্পাদক হিসাবে মনোনীত করা হয়েছে।

শুক্রবার (৩১ জানুয়ারি ) বিশ্ববিদ্যালয়ের এম মহবুবউজাম্মান ভবনের ২য় তলায় সেমিনার রুমে বাধঁন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ইউনিটের নবীনবরণ, দায়িত্ব হস্তান্তর ও কর্মী সংবর্ধনা অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মো. বেলাল হোসেন এই কমিটি ঘোষণা করেন ।

কমিটি অন্য সদস্যরা হলেন, সহ-সভাপতি নাজমিন নাহার নাঈমা ও রাবেয়া আক্তার, সহ-সাধারণ সম্পাদক মো. জুনাইদ ইসলাম, সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক খায়রুল ইসলাম, কোষাধ্যক্ষ অনিন্দ্য বিশ্বাস অর্ঘ্য, দপ্তর সম্পাদক মো. তাসরিফ উল্লাহ, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. সাইদ আহম্মদ, তথ্য ও শিক্ষা সম্পাদক মোছা. সানজিদা আক্তার।

Advertisement

এছাড়াও কার্যকরী সদস্য হিসেবে রয়েছেন মো. রানা ইসলাম, আফজাল আলম, নাফিসা তাবাসসুম, হালিমাতুস সামিয়া এবং নাফিউল।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. বেলাল হোসেন বলেন, রক্ত দেওয়ায় যে মানবতা তা আসলে কোনোভাবেই মূল্যায়ন করা সম্ভব নয়। রক্তের সম্পর্ক কোনোদিন ছিন্ন করা যায় না। যদিও এই রক্তদানের সম্পর্কটা সেরকম নয় যেটা প্রকৃতিগতভাবে হয়, তবুও কিছুটা টান থেকে যায়। এসময় তিনি বাঁধনের কিছু প্রস্তাবনা নিয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে শীগগির আলোচনা করে সাংগঠনিক কার্যক্রম পরিচালনায় সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

সাইদ আহম্মদ/এএমএ/এএসএম

Advertisement