সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুজ্জামানের দাপ্তরিক ফোন নম্বর ‘ক্লোন’ করে টাকা দাবি করেছে প্রতারকরা। নম্বর ‘ক্লোন’র বিষয়টি জানার পর সবাইকে প্রতারকদের ফাঁদে না পড়ার জন্য অনুরোধ জানিয়েছেন ইউএনও।
Advertisement
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, শুক্রবার (৩১ জানুয়ারি) বিকেল থেকে একটি প্রতারক চক্র উপজেলা নির্বাহী কর্মকর্তার দাপ্তরিক মুঠোফোন নম্বর ক্লোন করে নিজেকে ইউএনও দাবি করে অন্য একটি বিকাশ নম্বরে টাকা চাচ্ছেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুজ্জামান বলেন, এই ক্লোনের বিষয়টি জানতে পেরে তাৎক্ষণিকভাবে সবাইকে সতর্ক করি এবং ঊর্ধ্বতন কর্মকর্তাকে জানিয়েছি।
শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আছলাম আলী জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করে বলেন, নম্বর ক্লোনের বিষয়টি গতকাল সন্ধ্যায় আমি জেনেছি। জানার পর আমিও ফেসবুকে স্ট্যাটাস দিয়ে সবাইকে সতর্ক থাকতে বলেছি।
Advertisement
এম এ মালেক/এফএ/এএসএম