ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) অধ্যয়নরত ও প্রাক্তন পঞ্চগড়ের শিক্ষার্থীদের সংগঠন ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব পঞ্চগড় (ডিইউসেপ)-এর ২০২৫-২৬ শিক্ষাবর্ষের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি পদে আরিব হাসান শাওন ও সাধারণ সম্পাদক পদে রাফিউজ্জামান লাবীব নির্বাচিত হয়েছেন। এছাড়াও সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন নুশরাত জামান নিতু। তিনজনই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।
Advertisement
শুক্রবার (৩১ জানুয়ারি) বিকেলে এক বছর মেয়াদী এই কমিটির ঘোষণা করা হয়। এসময় কমিটির সাবেক দুই সভাপতি শাকিল আনোয়ার ও রিফা জাকিয়া উপস্থিত ছিলেন।
নব-নির্বাচিত সভাপতি আরিব হাসান শাওন আইন বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষ ও মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের আবাসিক শিক্ষার্থী। সাধারণ সম্পাদক রাফিউজ্জামান লাবীব গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষ ও শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের আবাসিক শিক্ষার্থী। অন্যদিকে, সাংগঠনিক সম্পাদক নুশরাত জামান নিতু উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষ ও রোকেয়া হলের আবাসিক শিক্ষার্থী।
ডিইউসেপ সংগঠনটির ২০২৫-২৬ কার্যকরী পরিষদের নির্বাচন ৩১ জানুয়ারি (শুক্রবার) হওয়ার কথা থাকলেও প্রতিটি পদে একজন করে মনোনয়ন ফরম তোলায় সবাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।
Advertisement
নবনির্বাচিত সভাপতি আরিব হাসান শাওন বলেন, সংগঠনে সিনিয়রদের প্রজ্ঞা ও পরামর্শ, সদস্যদের কর্মচাঞ্চল্য, সাহস এবং উদ্দীপনায় ডিইউসেপ কর্মচঞ্চল হোক, সেই কামনা করি।
এসময় অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনের জন্য সংগঠনের সংশ্লিষ্ট সবার সহযোগিতা প্রত্যাশা করেন তিনি।
এ বিষয়ে নব-নির্বাচিত সাধারণ সম্পাদক রাফিউজ্জামান লাবীব বলেন, সংগঠনকে গতিশীল করতে ও ক্যাম্পাসের অন্য সব জেলা সংগঠনের মধ্যে ডিইউসেপকে অনন্য করে রাখতে অদূর ভবিষ্যতে আমরা কাজ করে যাব। এসময় সংগঠনের সদস্যদের পারস্পরিক আন্ত:সম্পর্ক বৃদ্ধিসহ শিক্ষার্থীদের ক্যারিয়ার সংশ্লিষ্ট কর্মসূচি বাস্তবায়ন করার কথাও বলেন তিনি।
কমিটির নব-নির্বাচিত সাংগঠনিক সম্পাদক নুশরাত জামান নিতু বলেন, সংগঠনের জন্য কাজ করার ইচ্ছা এবং আমার ওপর সবার ভরসা থেকেই আজকে এই পর্যন্ত এসেছি বলে মনে করি। সবার প্রত্যাশা পূরণ করতে সর্বোচ্চ চেষ্টা করব, নিজের ওপর এই বিশ্বাস রাখছি। সব সীমাবদ্ধতা কাটিয়ে উঠে সংগঠনকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ।
Advertisement
২০০২ সালে আলোকিত পঞ্চগড় গড়ার প্রত্যয়ে (ডিইউসেপ) সংগঠনটির যাত্রা শুরু হয়। সংগঠনটি ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসসহ পঞ্চগড়ের প্রান্তিক পর্যায়ে শিক্ষার্থী সংশ্লিষ্ট কার্যক্রম পরিচালনা করে।
এমএইচএ/এএমএ/এএসএম