সাহিত্য

বইমেলায় রিয়াজুল হকের 'দ্য সিক্রেট অব সাকসেস'

লেখক, চিন্তাবিদ রিয়াজুল হকের 'দ্য সিক্রেট অব সাকসেস' নামে নতুন বই অমর একুশে বইমেলায় আসছে। পবিত্র ও হাদিসের আলোকে বইটি লেখা হয়েছে। দেশের অন্যতম প্রকাশনী প্রতিষ্ঠান পরিবার পাবলিকেশন্স থেকে প্রকাশিত বইটির প্রচ্ছদ করেছেন মৌমিতা রহমান।

Advertisement

বইটি প্রসঙ্গে লেখক রিয়াজুল হক বলেন, 'পৃথিবীর জীবন এবং আখিরাতে আমরা কী চাই? অবশ্যই সাকসেস চাই। সেই সাকসেস কিভাবে অর্জন করা সম্ভব, সেটা তো মহান আল্লাহ তায়ালা পবিত্র কুরআনে বলে দিয়েছেন। হাদিসেও বিষয়গুলো এসেছে। এখন প্রয়োজন পবিত্র কুরআনের নির্দেশনা মেনে চলা এবং রাসুল (সা.)-কে অনুসরণ করা। যদি আমরা সেইভাবে জীবন পরিচালনা করতে পারি, তাহলে ইহকাল পরকাল সবখানেই সফলতা অর্জন সম্ভব ইনশাআল্লাহ।'

প্রকাশক সোহানুর রহিম শাওন বলেন, 'লেখক বইটিতে সাকসেস সংশ্লিষ্ট বিষয়সহ মোটিভেশনাল বিষয় অত্যন্ত সহজ ভাবে ইসলামের আলোকে আলোচনা করেছেন। যারা মহান আল্লাহর রহমতে দুনিয়া ও আখিরাতে সফল হতে চান, এই বইটি তাদের জন্য টনিকের মত কাজ করবে ইনশাআল্লাহ।'

বইমেলায় পরিবার পাবলিকেশন্সের ৭৩৬-৭৩৭ নম্বর স্টলে 'দ্য সিক্রেট অব সাকসেস' বইটি পাওয়া যাবে।

Advertisement

এইচআর/এএসএম