ক্যাম্পাস

শিক্ষার্থীদের উচিত সমাজের কাছে ঋণ পরিশোধ করা: ওয়াহিদ হোসেন

বাংলাদেশ জ্বালানি ও বিদ্যুৎ গবেষণা কাউন্সিলের চেয়ারম্যান ও সিনিয়র সচিব মোহাম্মদ ওয়াহিদ হোসেন বলেছেন, উচ্চশিক্ষা অর্জনকারীদের সফলতার পেছনে শুধু নিজের বা পরিবারের অবদানই নয়, সমাজেরও অবদান রয়েছে। তাই শিক্ষার্থীদের উচিত সমাজের কাছে ঋণ পরিশোধ করা।

Advertisement

শুক্রবার (২৪ জানুয়ারি) সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর সি মজুমদার অডিটোরিয়ামে নবীনবরণ, কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্ট অ্যাসোসিয়েশন অব রায়পুরা (ডুসার) এ অনুষ্ঠান আয়োজন করে।

মোহাম্মদ ওয়াহিদ হোসেন বলেন, মানুষ মাঝেমধ্যেই কার কাছে ঋণী, সেটা বুঝতে পারে না৷ তাই আপাতত আমরা সমাজের কাছেই ঋণী বলে ভেবে নিয়ে কাজ করি৷

বর্তমান প্রজন্মের শিক্ষিত তরুণদের বিসিএসের প্রতি আগ্রহ বিষয়ে তিনি বলেন, বর্তমানে উচ্চশিক্ষিত তরুণরা বিসিএস বা শুধু সরকারি চাকরিই একমাত্র সফলতার রাস্তা মনে করে। বিসিএস ফেল মানেই কি তারা ব্যর্থ? আসলে তা নয়। এমন অনেকেই আছে যারা বিসিএস পাস করেনি, কিন্তু বড় বড় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, বড় অফিসে চাকরি করে আর বড় ব্যবসায়ী।

Advertisement

সফলতার জন্য পরিশ্রম জরুরি উল্লেখ করে সরকারের এই সিনিয়র সচিব বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মেধাবী তাতে কোনো সন্দেহ নেই। তবে সফল হতে হলে পরিশ্রম করতে হবে। পরিশ্রম না থাকলে সেই মেধা কাজে আসবে না।

প্রত্যেক শিক্ষার্থীর রাজনৈতিকভাবে সচেতন হওয়া উচিত জানিয়ে ওয়াহিদ হোসেন বলেন, শিক্ষিত মানুষজন রাজনীতি সচেতন বা রাজনীতির মাধ্যমে সমাজ পরিবর্তন না করলে অন্যরা এসে করবে। শিক্ষিত সচেতন মানুষ যেমনটা চায় অন্য কেউ এসে সব ঠিক করে দেবে না। শিক্ষিত মানুষদের রাজনীতি করা উচিত।

অনুষ্ঠানে খাদ্য অধিদপ্তরের পরিচালক মাহবুবুর রহমান বলেন, শিক্ষার্থীদের প্রধান কাজ জ্ঞান অর্জন করা। আংশিক নয়, কোনো বিষয়ে পুরো জ্ঞান অর্জনের চেষ্টা করতে হবে। জীবনে সফল হতে হলে এই জ্ঞান থাকা জরুরি।

ডুসার-এর সাধারণ সম্পাদক সামাউন আহমেদ সাম’র সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ বৈকল্য বিভাগের সহযোগী অধ্যাপক তাওহিদা জাহান, সিগমা গ্রুপের চেয়ারম্যান আনোয়ার হোসেন, ঢাকার কেরানীগঞ্জের সাব-রেজিস্টার ও ডুসারের স্থায়ী উপদেষ্টা রায়হান মিয়া ও ডুসারের সভাপতি আবু আহমেদ ফাহাদ প্রমুখ।

Advertisement

অনুষ্ঠানে নরসিংদীর রায়পুরা উপজেলা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০২৩-২৪ সেশনে ভর্তি হওয়া নবীন শিক্ষার্থীদের ফুল ও ক্রেস্ট দিয়ে বরণ করা হয়। এছাড়া বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগে সর্বোচ্চ ফলাফল করা ও চাকরিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়।

এনএস/এমকেআর