দেশজুড়ে

নদী দূষণ: মেঘনায় ভেসে উঠছে মরা মাছ

চাঁদপুরের মতলব উত্তরে মেঘনা নদীতে দূষণের কারণে মাছ মরে ভেসে উঠছে। এতে নদীর তীর এলাকায় মরা মাছের দুর্গন্ধে পরিবেশ দূষিত হচ্ছে।

Advertisement

শুক্রবার (২৪ জানুয়ারি) দুপুরে উপজেলার মেঘনা নদীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, দশানী, ষাটনল, জেলেপাড়া, বাবু বাজার এলাকায় নদীর পানিতে মরা মাছ ভেসে আছে। মেঘনা নদীতে ইলিশের পোনা, পোয়া, বেলে, চেউয়া, চিংড়ি, কাঁকড়া, শামুক, ঝিনুকসহ বিভিন্ন প্রজাতির মাছের পোনা মরে যাচ্ছে। এতে করে ব্যবহারের অনুপযোগী হয়ে পড়ছে নদীর পানি।

এদিকে মেঘনার পাড়ে মরে ভেসে ওঠা এবং পাড়ে জমে থাকা বিভিন্ন প্রজাতির মাছ কুড়িয়ে নিচ্ছে স্থানীয়রা। গত কয়েকদিন ধরে স্থানীয়রা মাছ সংগ্রহ করে বাড়ি নিয়ে যাচ্ছে। এসব মরা মাছ নিতে নদীপাড়ে ভিড় করছে অনেকে।

স্থানীয় মমিনুল জানান, বুড়িগঙ্গা ও শীতলক্ষ্যা নদীর তীরে গড়ে ওঠা বিভিন্ন কলকারখানার দূষিত কেমিক্যালযুক্ত পানি মেঘনা নদীর তলদেশ দিয়ে আসায় ছোট-বড় মাছ মরে ভেসে উঠছে। পচা মাছের দুর্গন্ধে নদী পাড়ের মানুষের জীবন দুর্বিষহ হয়ে পড়েছে।

Advertisement

উপজেলা মৎস্য বিভাগ জানায়, ঢাকা, মুন্সিগঞ্জ ও নারায়ণগঞ্জ জেলার নদীর পানি এখানে প্রবেশ করেছে। এক সপ্তাহ ধরে নদীর পানির রং বদলে যাচ্ছে। শহরের বিভিন্ন কারখানার দূষিত বর্জ্য ও ময়লা-আবর্জনা নদীতে ফেলা হচ্ছে। ফলে পানি দূষিত হয়ে রং পরিবর্তন হয়েছে। দূষিত পানির কারণে পানির পিএইচ ও অ্যামোনিয়া মাত্রার চেয়ে কয়েক গুণ বেড়ে গেছে। দ্রবীভূত অক্সিজেন প্রায় শূন্য হয়ে যাওয়ায় নদীতে থাকা বিভিন্ন জাতের মাছ, মাছের পোনা ও জলজ প্রাণী মরে যাচ্ছে। মাছগুলো মরে ভেসে উঠেছে এবং নদীর পাড়ে জমা হয়ে পচে এলাকায় দুর্গন্ধ ছড়াচ্ছে।

উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা বিজয় কুমার দাস জানান, মাছ মারা যাওয়ার কারণ অনুসন্ধান করা হবে। বর্জ্যের কারণে নদীর পানিতে অক্সিজেন কমে যাওয়ায় মাছ মরে ভেসে ওঠে। খবর পাওয়ার পর পরই সহকারী মৎস্য কর্মকর্তাকে নদীর অবস্থা দেখতে পাঠানো হয়েছে। পানিতে মিশে থাকা দূষিত পানির নমুনা সংগ্রহ করা হয়েছে। ওই পানি পরীক্ষা-নিরীক্ষার জন্য পাঠানো হবে।

শরীফুল ইসলাম/এফএ/এমএস

Advertisement