ক্যাম্পাস

পরীক্ষা কেন্দ্রে ঢুকছেন ভর্তিচ্ছু পরীক্ষার্থীরা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ‘কলা, আইন ও সামাজিক বিজ্ঞান’ ইউনিটের ভর্তি পরীক্ষা দিতে এরই মধ্যে পরীক্ষা কেন্দ্রে ঢুকতে শুরু করেছেন পরীক্ষার্থীরা।

Advertisement

শনিবার (২৫ জানুয়ারি) সকাল থেকে বিভিন্ন কেন্দ্র ঘুরে দেখা যায়, সকাল ৮টা দিকেই কেন্দ্রের আশপাশে জড় হতে থাকেন শিক্ষার্থী এবং অভিভাবকরা। সাড়ে ৯টার দিকে কেন্দ্রের গেট খুলে দিলে লাইন ধরে সারিবদ্ধভাবে কেন্দ্রে ঢোকা শুরু করেন তারা।

আরও পড়ুন:

ঢাবির ‘কলা, আইন ও সামাজিক বিজ্ঞান’ অনুষদের ভর্তি পরীক্ষা শনিবার

পরীক্ষা বেলা ১১টা থেকে শুরু হয়ে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত চলবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান বেলা ১১টায় কলাভবন পরীক্ষাকেন্দ্র পরিদর্শন করবেন।

Advertisement

এমএইচএ/এমআরএম/এমএস