দেশজুড়ে

খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে গুলি করে হত্যা

খুলনায় বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে প্রকাশ্যে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত শিক্ষার্থীর নাম অর্ণব কুমার সরকার (২৬)। তিনি খুলনা বিশ্ববিদ্যালয়ের এমবিএ-এর ছাত্র ছিলেন।

Advertisement

শুক্রবার (২৪ জানুয়ারি) রাত আনুমানিক ৯টার দিকে খুলনা মহানগরীর কেডিএ অ্যাভিনিউ সড়কের তেঁতুলতলার মোড়ে এ ঘটনা ঘটে। নিহত অর্ণব কুমার সরকার নগরীর বসুপাড়া কলেজিয়েট স্কুলের পাশের বাসিন্দা নীতিশ কুমার সরকারের ছেলে। খুলনা মেট্রোপলিটন পুলিশের এডিসি (মিডিয়া) মোহাম্মদ আহসান হাবীব এই খুনের ঘটনার সত্যতা নিশ্চিত করে জাগো নিউজকে জানিয়েছেন, বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে হত্যার ঘটনায় জড়িতদের ধরতে পুলিশ অভিযান শুরু করেছে। তবে কী কারণে তাকে হত্যা করা হলো তা জানা যায়নি। এ ঘটনায় থানায় এখনো কোনো অভিযোগ দায়ের হয়নি।

আরও পড়ুন

ঢাবিতে যেভাবে নির্যাতন করে মারা হয় মানসিক ভারসাম্যহীন তোফাজ্জলকে জাবিতে গণপিটুনির শিকার সাবেক ছাত্রলীগ নেতা মারা গেছেন

স্থানীয় সূত্রে জানা গেছে, রাত আনুমানিক ৯টার দিকে শেখপাড়া তেঁতুলতলা মোড়ে মোটরসাইকেলের ওপর বসে চা খাচ্ছিলেন অর্ণব। এসময় ১০-১২ জনের একদল দুর্বৃত্ত মোটরসাইকেলে সেখানে গিয়ে তাকে গুলি করে দ্রুত পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বেসরকারি খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে নিলে পরীক্ষা-নিরীক্ষার পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

Advertisement

এরই মধ্যে ঘটনাস্থলটি ক্রাইম সিনের আওতায় নিয়েছে পুলিশ এবং গুলির খোসা উদ্ধার করা হয়েছে।

অর্ণবের বাবা নীতিশ কুমার জানান, অর্ণব খুলনা বিশ্ববিদ্যালয়ের ছাত্র। তবে হত্যার কারণ সম্পর্কে তিনি কিছুই জানাতে পারেননি।

অর্ণবের বন্ধু ফাহিম বলেন, রাতে তেঁতুলতলা মোড় এলাকায় হঠাৎ গুলির শব্দ শুনে এগিয়ে গিয়ে দেখি লোকজন জড়ো হয়েছে। এসময় পড়ে থাকা হেলমেট দেখে বুঝতে পারি অর্ণবের কিছু একটা হয়েছে। এরপর গুলিবিদ্ধ অবস্থায় দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। অর্ণব এবং আমি খুলনা বিশ্ববিদ্যালয়ে এমবিএতে পড়ছি।

আরও পড়ুন

Advertisement

দেশের জনসাধারণের নিরাপত্তা অনিশ্চিত, আইনশৃঙ্খলা বাহিনী ব্যর্থ

রাতে সোনাডাঙ্গা মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জাগো নিউজকে বলেন, তেঁতুলতলা এলাকায় অর্ণব কুমার সরকার নামে এক বিশ্ববিদ্যালয় ছাত্রকে গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে নিলে সেখানে তার মৃত্যু হয়। এ বিষয়ে তদন্ত চলছে।

মো.আরিফুর রহমান/এমকেআর