নিষিদ্ধ ছাত্রসংগঠন ছাত্রলীগের সাতক্ষীরা জেলা শাখার সাবেক সভাপতি তানভির হুসাইন সুজন ও সাধারণ সম্পাদক এহসানুল হাবিব অয়নকে গ্রেফতার করা হয়েছে।
Advertisement
শুক্রবার (২৪ জানুয়ারি) রাত সাড়ে ৯টায় সাতক্ষীরা শহর বাইপাস সড়কের বকচরা মোড়ের ইসমাইল মিষ্টি হাউস থেকে তাদের গ্রেফতার করা হয়।
তানভীর হোসাইন সুজন সাতক্ষীরা জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও সাতক্ষীরা সদর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান এবং শেখ এহসান হাবিব অয়ন সাতক্ষীরা জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জাগো নিউজকে জানিয়েছেন, ঝাউডাঙ্গা বাজারের হাফিজুর নামে এক ব্যক্তিকে হত্যা মামলায় তাদের গ্রেফতার করা হয়েছে। মামলার নম্বর (৫০ (৯) ২০২৪)।
Advertisement
আহসানুর রহমান রাজীব/এমকেআর