দেশজুড়ে

অন্তর্বর্তী সরকার গ্রহণযোগ্য নির্বাচন দিয়ে ক্ষমতা হস্তান্তর করবে

জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, অন্তর্বর্তী সরকার একটি গ্রহণযোগ্য নির্বাচন দিয়ে ক্ষমতা হস্তান্তর করবে। যাতে জনগণের অধিকার প্রতিষ্ঠা করে মানুষের আশা-আকাঙ্ক্ষা পূরণ করা যায়।

Advertisement

শুক্রবার (২৪ জানুয়ারি) সন্ধ্যায় শরীয়তপুরের ডামুড্যা উপজেলার হামীদিয়া কামিল মাদরাসা মাঠে এক পথসভায় তিনি এসব একথা বলেন।

এসময় তিনি বলেন, জামায়াত বাংলাদেশে একটি ইসলামী কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায়। যে নতুন বাংলাদেশ গড়ার জন্য জাতি আমাদের দিকে তাকিয়ে আছে। সেই স্বপ্নের দিকে নিয়ে যাওয়া জন্য জামায়াতে নেতাকর্মীদের আরও পরিশ্রম করতে হবে। তা না হলে নতুন কোনো নৈরাজ্য আবার দেশকে পিছিয়ে দেবে।

গোলাম পরওয়ার আওয়ামী লীগ সরকারের সমোলোচনা করে বলেন, ৫ আগস্ট শেখ হাসিনা দেশ থেকে ভারতে পালিয়ে গেছেন। যেখানের মাল সেখানে চলে গেছে। এখন শোনা যাচ্ছে তিনি নাকি আবার বাংলাদেশে ঢুকে পড়তে চান। তাকে বরণ করার জন্য বাংলাদেশ জামায়েত ইসলাম কলাপাতার গেট তৈরি করে রেখেছে।

Advertisement

শরীয়তপুর জেলা নায়েবে আমির কে এম মকবুল হোসাইন সভাপতিত্বে কাজী ইলিয়াস ও আতিকুর রহমান কবিরের সঞ্চালনায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বাইতুলমাল সম্পাদক মোহাম্মদ আজহারুল ইসলাম, জেলা সেক্রেটারি মাওলানা মাসুদুর রহমান প্রমুখ।

বিধান মজুমদার অনি/আরএইচ/এএসএম