দেশজুড়ে

ব্রিগেডিয়ার জেনারেল আহমেদ রফি স্মরণে দোয়া মাহফিল

সদ্য প্রয়াত চট্টগ্রাম আর্মি মেডিকেল কলেজের অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল আহমেদ রফির আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

Advertisement

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) সন্ধ্যায় মিরপুরের একটি মাদরাসা ও এতিমখানায় এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

গত ১৪ জানুয়ারি ভোরে আকস্মিক হ্যার্ট অ্যাটাক হলে ব্রিগেডিয়ার জেনারেল আহমেদ রফিকে চট্টগ্রামের সিএমএইচে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ৫৭ বছর বয়সে মারা যান তিনি। পরে মরদেহ ঢাকায় এনে বনানীর সামরিক কবরস্থানে জানাজা শেষে দাফন করা হয়।

ব্রিগেডিয়ার জেনারেল আহমেদ রফি ১৯৬৮ সালের ৬ মার্চ নওগাঁ জেলার অন্তর্গত বাদলগাছি থানার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। বাবা মৃত বিচারপতি আনছার আলী, মা রওশন আরা বেগম। তিন ভাইয়ের মধ্যে তিনি সবার বড়। তার ছোট ভাই সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি আহমেদ সোহেল। মেজ ভাই বেলজিয়ামে কর্মরত।

Advertisement

স্ত্রী ডা. আফরিন ফেরদৌস এবং দুই মেয়ে স্থপতি ফারহাত লামিয়া ও এ লেভেলের শিক্ষার্থী ফারহাত পারিসাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন তিনি।

ছাত্রজীবনে অত্যন্ত মেধাবী ছিলেন আহমেদ রফি। ১৯৯২ সালে রংপুর মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন। পরবর্তী সময়ে ১৯৯৪ সালের ৫ জুলাই তিনি বাংলাদেশ সেনাবাহিনীতে এএমসি কোর এ (বিএমটিসি-৯, ডিএসএসসি) কমিশন লাভ করেন এবং ক্যাপ্টেন পদে যোগদান করে ৪৭ ইস্ট বেঙ্গলে আরএমও হিসেবে কর্মজীবন শুরু করেন।

কর্মজীবনে অত্যন্ত চৌকস, মেধাবী ও বিনয়ী সেনা অফিসার ছিলেন আহমেদ রফি।

এসআর/এএসএম

Advertisement