বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান কোকোর দশম মৃত্যুবার্ষিকী উপলক্ষে গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দোয়া মাহফিল হয়েছে।
Advertisement
শুক্রবার (২৪ ডিসেম্বর) বিকেলে ঢাকা মহানগর উত্তর বিএনপি আয়োজিত দোয়া মাহফিলে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
এছাড়া গুলশানে দোয়া অনুষ্ঠানে অংশ নেন দলটির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান, ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, কোষাধ্যক্ষ এম রশিদুজ্জামান মিল্লাত, স্বনির্ভর বিষয়ক সম্পাদক শিরিন সুলতানা ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হকসহ অনেকে।
কেএইচ/এমআইএইচএস/এএসএম
Advertisement