শক্তিশালী অর্থনৈতিক অবস্থার কারণে মার্কিন ডলারের বিপরীতে মালয়েশিয়ার মুদ্রা রিংগিতের মূল্য বেড়েছে। গত এক মাসের মধ্যে শক্তিশালী অবস্থানে রয়েছে স্থানীয় মুদ্রাটি। দেশটির কেন্দ্রীয় ব্যাংক সুদের হারও ধরে রেখেছে।
Advertisement
গত বুধবার মার্কিন ডলারের বিপরীতে মালয়েশিয়ার মুদ্রার মান বেড়ে দাঁড়ায় ৪ দশমিক ৪৩ রিংগিতে দাঁড়ায়। এই স্তরের বৃদ্ধি দেখা গিয়েছিল ডিসেম্বরের মাঝামাঝি সময়ে। বৃহস্পতিবারও স্থানীয় মুদ্রাটিকে শক্তিশালী অবস্থানে দেখা গেছে।
মালয়েশিয়ার কেন্দ্রীয় (বিএনএম) ব্যাংক সুদের হার তিন শতাংশ রাখার সিদ্ধান্ত নিয়েছে। ২০২৩ সালের মে মাস থেকেই এই হার অপরিবর্ততি রয়েছে।
বিএনএম জানায়, যেহেতু অর্থনীতি শক্তিশালী অবস্থানে রয়েছে। তাই সুদের হার কমানো অপ্রয়োজনীয়।
Advertisement
কেন্দ্রীয় ব্যাংক এক বিবৃতিতে আরও জানিয়েছে, শক্তিশালী অর্থনীতিতে অবদান রাখছে অভ্যন্তরীণ ব্যয়। এই প্রবণতা ২০২৫ সালেও অব্যাহত থাকবে বলে আশা করা হচ্ছে।
মালয়েশিয়ার মুদ্রার শক্তিশালী থাকার অন্য একটি কারণ হলো ক্ষমতাগ্রহণের প্রথম দিনেই ট্রাম্পের শুল্ক আরোপ না করা।
বলা হচ্ছে, ট্রাম্প যদি চীনের ওপর শুল্ক আরোপ করেন তাহলে মালয়েশিয়ার মুদ্রার মান কমে যাবে। কারণ চীনের সঙ্গে মালয়েশিয়ার শক্তিশালী অর্থনৈতিক সম্পর্ক রয়েছে।
সূত্র: নিক্কেই এশিয়া
Advertisement
এমএসএম