জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে। শনিবার (২৩ জানুয়ারি) জাকসুর নির্বাচন কমিশন বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে এ তালিকা প্রকাশ করে।
Advertisement
প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মনিরুজ্জামান ও সদস্যসচিব অধ্যাপক এ কে এম রাশিদুল আলমসহ কমিশনের অন্যান্য সদস্যদের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বর্তমানে যে সব শিক্ষার্থী স্নাতক (সম্মান) শ্রেণিতে ৬ বছর অথবা স্নাতকোত্তর শ্রেণিতে ২ বছর অধ্যয়নরত রয়েছেন শুধুমাত্র তাদের নাম জাকসু ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে।
যে সব বিভাগে স্নাতক (সম্মান) কোর্সের মেয়াদ ৫ বছর হওয়ায় শিক্ষার্থীদের স্নাতক (সম্মান) শ্রেণিতে ৭ বছর ধরে অধ্যয়ন করার অনুমতি রয়েছে সেসব বিভাগের শিক্ষার্থীরা সাত বছর মেয়াদ পাবে।
Advertisement
জাকসু গঠনতন্ত্রে প্রদত্ত ক্ষমতাবলে জাকসু সভাপতি ও বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্যের সিদ্ধান্তের প্রেক্ষিতে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বর্তমানে অধ্যয়নরত এম ফিল, পিএইচডি, উইকেন্ড ও ইভিনিং প্রোগ্রামের শিক্ষার্থী এবং বিভিন্ন ব্যাচের অনিয়মিত শিক্ষার্থীদের নাম জাকসুর ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হয়নি।
এতে আরও বলা হয়, ইনস্টিটিউট অব রিমোট সেনসিং অ্যান্ড জিআইএসের শিক্ষার্থীরা বিশেষায়িত মাস্টার্সে অধ্যয়ন করায় তারা ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হয়নি। যে সব শিক্ষার্থী আইবিএ-জেইউতে নিয়মিত কোর্সে স্নাতক (সম্মান) শ্রেণিতে অধ্যয়ন না করেও মাস্টার্স (স্নাতকোত্তর) শ্রেণিতে অধ্যয়নরত তারা জাকসু নির্বাচনের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হয়নি।
সৈকত ইসলাম/আরএইচ/এএসএম
Advertisement