প্রকৃতির কাছে চাওয়া
Advertisement
আমি মাটির কাছে চেয়েছিলামমাটির সতেজ সোঁদাগন্ধ, সে বিদ্রূপের হাসি হেসেছিল।বৃক্ষের কাছে চেয়েছিলাম সুনিবিড় সুশীতল ছায়া, সে দেখিয়েছিল মরু বালুচর। নদীর কাছে চেয়েছিলাম কলকল ছলছল উচ্ছ্বাসে মুখরিত ঢেউ খেলানো শব্দ, সে শুনিয়েছিল হৃদয় ভাঙার গান। অবশেষে পেলাম পূর্ণিমার কাছে অমাবস্যা, আকাশের কাছে শূন্যতা, চাঁদের কাছে নীরবতা তবুও নিষ্ঠুর দৃষ্টি অপেক্ষা করে সাংগ্রাইয়ের কাছেছুটে চলেছি প্রাপ্তির আশায়।
****
নতুন স্বপ্ন
Advertisement
নতুন দেশের নতুন রবিউঠবে আবার শুভ্র হেসে,মুক্ত মনে উড়বো আমিপুবাল হাওয়ায় এলোকেশে।
শিশির জলে শিউলি ভেজে বকুল দেবে সুবাস রাশি, কাশফুলেদের দোলায় দোলায়বাজবে আবার প্রেমের বাঁশি।
আঁধার রাতের কালো মেঘে উঠবে ফুটে তারার মেলা, সবুজ শ্যামল মাটির বুকে মায়ের হাসির দেখবো খেলা।
মরা নদীর ভরাট বুকে গানের সুরে ভাসবে তরী,সবুজ ছায়ার শীতল পরশ জুড়িয়ে দেবে হৃদয় ভরি।
Advertisement
আমন ধানের মঞ্জুরিতে পড়বে রাতের জোছনা আলো, মায়ের মতো আপন করে দূর হবে সব আঁধার-কালো।
এসইউ/এমএস