মেডিকেলে ভর্তির সুযোগ পাওয়া যেন এক রকম স্বপ্ন পূরণ হওয়া। এবার খাতা-কলম নিয়ে হিসাব কষতে বসার সময়! কত টাকা লাগবে এমবিবিএস ডিগ্রি শেষ করতে? টিউশন ফি কত? ভর্তি হওয়ার জন্য এখন কত টাকা জোগাড় করতে হবে? একসঙ্গে সব টাকার ব্যবস্থা করতে হবে? প্রাইভেট মেডিকেলে পড়তে মোট কত খরচ হতে পারে? এ রকম অনেকগুলো প্রশ্নের উত্তর খুঁজছেন ভর্তির জন্য মনোনয়ন পাওয়া শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা।
Advertisement
২০২৪-২৫ শিক্ষাবর্ষে এমবিবিএস ও ডেন্টাল ইউনিটের বিডিএস কোর্সে সরকারি মেডিকেল কলেজে নির্বাচিত শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রম চলবে ২ থেকে ৮ ফেব্রুয়ারি পর্যন্ত। ভর্তিকালীন ফি নির্ধারণ করা হয়েছে ১১ হাজার টাকা।
অন্যদিকে দেশের বেসরকারি মেডিকেল কলেজের এমবিবিএস ও বিডিএস কোর্সের ভর্তি ফি, টিউশন ফি ও ইন্টার্ন ফি নির্ধারণ করে দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। পড়াশোনা শেষ করতে মোট খরচ হবে ২৭ লাখ ২৪ হাজার টাকা।
এক নজরে দেখে নিন মেডিকেলে পড়তে কোন কোন খাতে কত টাকা লাগবে -এ বছর ৩৭টি সরকারি মেডিকেল কলেজের ৫ হাজার ৩৮০টি আসনে এবং ৬৭টি অনুমোদিত বেসরকারি মেডিকেল কলেজের ৬ হাজার ২৯৩টি আসনে শিক্ষার্থী ভর্তি করা হবে। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, নির্ধারিত ফি সার্ক কোটায় বিদেশি শিক্ষার্থীদের জন্যও প্রযোজ্য হবে। সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজের নন-সার্ক কোটায় বিদেশি শিক্ষার্থীদের জন্য প্রতি শিক্ষাবর্ষে পূর্বনির্ধারিত ফি ৫ হাজার মার্কিন ডলার আবশ্যিকভাবে সরকারি কোষাগারে জমা করতে হবে। বিদেশি শিক্ষার্থীদের বেসরকারি মেডিকেলে পড়তে গুনতে হবে ৪৯ হাজার মার্কিন ডলার, অর্থাৎ প্রায় ৬০ লাখ টাকা। ভর্তির সময় লাগবে ২৫ হাজার মার্কিন ডলার ও প্রথম প্রফেশনাল পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরে ২৪ হাজার মার্কিন ডলার।
Advertisement
যদি কোনো শিক্ষার্থী ছাত্রাবস্থায় ডিগ্রি শেষ না করে চলে যেতে চান, তাকেও সম্পূর্ণ ফি পরিশোধ করতে হবে বলে উল্লেখ করা হয়েছে বাংলাদেশ মেডিকেল কলেজের ওয়েবসাইটে।
এদিকে সরকারি প্রজ্ঞাপনে নির্দেশ দেওয়া হয়েছে যে নির্ধারিত ভর্তি ফি ও ইন্টার্নশিপ ফি, অর্থাৎ মোট ২১ লাখ ২৪ হাজার টাকার, ৬০ শতাংশ ভর্তির প্রথম ধাপে দিতে হবে শিক্ষার্থীদের। এবং নির্ধারিত টিউশন ফি মাসিক ভিত্তিতে আদায় করতে হবে, কখনও একসঙ্গে আদায় করা যাবে না। তবে বাংলাদেশ মেডিকেল কলেজের ওয়েবসাইটে বলা হয়েছে একজন শিক্ষার্থীকে ভর্তি হওয়ার সময় জমা করতে হবে ১৮ লাখ ১৬ হাজার টাকা। এ বিষয়টি নিয়ে কিছুটা ধোঁয়াশা রয়েছে।
আরও পড়ুন:
বিশ্ববিদ্যালয়ে ভর্তির বিষয় নির্ধারণ করবেন কীভাবে উন্নয়ন অধ্যয়নে ছাত্রাবস্থায় মেলে খণ্ডকালীন ভালো চাকরি ‘ডেটা সায়েন্স’ কি সত্যিই সবচেয়ে চাহিদাসম্পন্ন বিষয়এএমপি/আরএমডি/জেআইএম
Advertisement