বিনোদন

মুক্তি পাচ্ছে না সিনেমা ‘বিলডাকিনি’

আগামীকাল শুক্রবার মুক্তি পাচ্ছে না সরকারি অনুদানপ্রাপ্ত সিনেমা ‘বিলডাকিনি’। মোশাররফ করিম ও পার্নো মিত্র অভিনীত সিনেমাটি আগামীকাল ২৪ জুলাই মুক্তির দিনক্ষণ ঘোষণা করা হয়েছিল। প্রচারণার মাঝপথেই হঠাৎ থমকে গেল চলচ্চিত্রটির মুক্তি।

Advertisement

তথ্যটি নিশ্চিত করেছেন নির্মাতা ফজলুল কবীর তুহিন। তিনি বলেন, “অনিবার্য কারণ বশত আমরা চলচ্চিত্রটি মুক্তি দিতে পারছি না। দর্শকদের কাছে আমরা বিনীতভাবে ক্ষমাপ্রার্থী। তবে, আশা করছি আসন্ন কোন একটি উৎসবকে কেন্দ্র করে উৎসবের সাথেই মুক্তি পাবে ‘বিলডাকিনি’।

আরও পড়ুন:

আনকাট সেন্সর পেল মোশাররফ-পার্নোর ‘বিলডাকিনি’  বিলডাকিনি সিনেমায় নিশিতা বড়ুয়ার গান

 এর আগে গত ১০জানুয়ারি চলচ্চিত্রটির প্রথম পোস্টার উন্মোচন করেন চলচ্চিত্রটির অভিনেতা মোশাররফ করিম। নুরুদ্দিন জাহাঙ্গীরের ব্যতিক্রমধর্মী কাহিনী অবলম্বনে চলচ্চিত্রটি নির্মাণ করা হয়।

Advertisement

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুদানে নির্মিত ‘বিলডাকিনি’ ছবিটির অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন শাহাজাহান সম্রাট, লুৎফর রহমান জর্জ, শিল্পী সরকার অপু, রশীদ হারুন, হাবিব মাসুদ, আইনুন নাহার পুতুল, ইউসুফ হাসান অর্ক, মাহবুবুর রহমান, তিথি, মেহেদী হাসান সোমেন। ছবির শ্যুটিং হয়েছে নওগাঁর প্রতিসর, নাটোর এবং বাংলাদেশ কেন্দ্রীয় কারাগারে।

এমআই/