বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া নানা ঘটনা থেকে সংক্ষেপে গুরুত্বপূর্ণ কিছু সংবাদ থাকছে জাগো নিউজের পাঠকদের জন্য।
Advertisement
যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে উত্তরের পাহাড়ি অঞ্চলে দ্রুত ছড়িয়ে পড়ছে একটি নতুন দাবানল। এতে এরই মধ্যে অন্তত ২১ বর্গকিলোমিটার এলাকার গাছপালা ও ঝোপঝাড় পুড়ে গেছে। বুধবার (২২ জানুয়ারি) লস অ্যাঞ্জেলেস কাউন্টির কাস্টেইক লেক এলাকায় সংঘটিত এই দাবানলের কারণে হাজারও বাসিন্দাকে নিরাপদ স্থানে সরিয়ে নিতে জরুরি আদেশ জারি করেছে কর্তৃপক্ষ।
ট্রাম্প প্রশাসনের সঙ্গে বাংলাদেশ নিয়ে কথা হয়েছে: ভারতের পররাষ্ট্রমন্ত্রীযুক্তরাষ্ট্রের নতুন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের প্রথম বৈঠকে দ্বিপাক্ষিক নানা ইস্যুর পাশাপাশি বাংলাদেশ নিয়েও আলোচনা হয়েছে। বুধবার (২২ জানুয়ারি) ওয়াশিংটনে দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীদের দ্বিপাক্ষিক বৈঠকের পর এক সংবাদ সম্মেলনে এ কথা জানিয়েছেন জয়শঙ্কর।
হুথিদের আবারও ‘সন্ত্রাসী সংগঠন’ ঘোষণা ট্রাম্পেরযুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইয়েমেনের হুথি বিদ্রোহীদের আবারও ‘বিদেশি সন্ত্রাসী সংগঠন’ তালিকাভুক্ত করার উদ্যোগ নিয়েছেন। গত বুধবার (২২ জানুয়ারি) সই করা এক নির্বাহী আদেশে তিনি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওকে নির্দেশ দেন, পরবর্তী ৩০ দিনের মধ্যে জাতীয় গোয়েন্দা সংস্থা এবং রাজস্ব মন্ত্রী সঙ্গে পরামর্শ করে এই বিষয়ে একটি প্রতিবেদন জমা দিতে।
Advertisement
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয় মেয়াদে দায়িত্বগ্রহণের জন্য ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন জানিয়েছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) এক ফোনালাপে তিনি বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে সৌদি আরবের বিনিয়োগ ও বাণিজ্যকে ব্যাপকভাবে সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে তাদের।
অবৈধ অভিবাসন আটকাতে সীমান্তে সৈন্য পাঠাচ্ছেন ট্রাম্পমেক্সিকো সীমান্তে দেড় হাজার সৈন্য মোতায়েনের প্রক্রিয়া শুরু করেছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে অবৈধ অভিবাসন মোকাবিলার অংশ হিসেবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
পুতিন যুদ্ধ বন্ধ না করলে আরও নিষেধাজ্ঞা, হুমকি ট্রাম্পেররাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, ইউক্রেনের বিরুদ্ধে চলমান যুদ্ধ বন্ধ না হলে রাশিয়ার ওপর নতুন নিষেধাজ্ঞা, বাড়তি কর এবং শুল্ক আরোপ করা হবে।
ট্রাম্পের শুল্ক নীতি, বিশ্বের সঙ্গে যুক্তরাষ্ট্রও ক্ষতিগ্রস্ত হবে৯০ বছর আগে গ্রেট ডিপ্রেশন নিয়ে একটি জরিপ চালিয়ে ছিলেন ফ্র্যাঙ্কলিন ডেলানো রুজভেল্ট। এতে ওই অবস্থার জন্য যুক্তরাষ্ট্রের শুল্কারোপ দায়ী করা হয়। সেই সংকট কাটিয়ে উঠতে বিশ্বের কয়েক দশক সময় লেগে ছিল। ২০২৫ সালে সুবিধা থেকে সুরক্ষাবাদের বিপদগুলো ব্যাপকভাবে পরিষ্কার হওয়া উচিত। ট্রাম্প যদি তার নীতিতে অনড় থাকেন তাহলে যুক্তরাষ্ট্র ফের একই ধরনের ভুল করতে চলেছে।
Advertisement
ভূমিকম্পে কেঁপে উঠলো ফিলিপাইন। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৮। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ জানিয়েছে, স্থানীয় সময় বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) ভূমিকম্পটি আঘাত হেনেছে। এতে বেশ কিছু বাড়ি-ঘর এমন ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
নেতানিয়াহুর সঙ্গে ফোনে কথা বলেছেন নয়া মার্কিন পররাষ্ট্রমন্ত্রীইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে ফোনে আলাপ করেছেন নতুন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। সে সময় ইসরায়েলের প্রতি যুক্তরাষ্ট্রের নিরবচ্ছিন্ন সমর্থন অব্যাহত রাখার কথা উল্লেখ করেন তিনি। প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্পের শপথগ্রহণের দুদিন পর বুধবার নেতানিয়াহুর সঙ্গে টেলিফোনে কথা বলেন রুবিও।
বাংলাদেশ-ভারতের উদ্বেগ বাড়াচ্ছে চীনের বাঁধ প্রকল্পতিব্বতে ১৩৭ বিলিয়ন ১৩ হাজার ৭০০ কোটি ডলারের একটি জলবিদ্যুৎ প্রকল্প নির্মাণের পরিকল্পনা গ্রহণ করেছে চীন, যা বিশ্বের বৃহত্তম বাঁধ হবে। তবে চীনের এই মেগা প্রকল্প নিয়ে প্রতিবেশী দেশগুলোর মধ্যে ব্যাপক উদ্বেগ দেখা দিয়েছে। বিশেষ করে বাংলাদেশ ও ভারতের মতো নিম্ন প্রবাহের দেশগুলোতে পরিবেশ, নিরাপত্তা ও পানি প্রবাহের ওপর বাঁধটির সম্ভাব্য প্রভাব নিয়ে প্রশ্ন উঠেছে।
সুইজারল্যান্ডসহ ইউরোপের ৪ দেশের সঙ্গে থাইল্যান্ডের বাণিজ্য চুক্তিসুইজারল্যান্ড, নরওয়ে, লিচেনস্টাইন ও আইসল্যান্ডের সঙ্গে বাণিজ্যিক চুক্তিতে সই করেছেন থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পায়টংটার্ন সিনাওয়াত্রা। বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) দাবোসে এই চুক্তি হয়।
চ্যাটজিপিটির নতুন ভার্সন, সফটওয়্যার শিল্পে বিপ্লবের সম্ভাবনাকৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) প্রতিষ্ঠান ওপেনএআই সম্প্রতি তাদের চ্যাটবট চ্যাটজিপিটির ০৩ মডেল চালু করার ঘোষণা দিয়েছে, যা প্রযুক্তি জগতে উচ্ছ্বাস ও সংশয় উভয়ই তৈরি করেছে। ২০২২ সালে তাদের চ্যাটজিপিটি চালু হওয়ার পর এটি আরও বড় পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।
এমএসএম/জেআইএম