দেশজুড়ে

মেরুকরণ যাই হোক, জনগণ যেটা অনুমোদন করবে সেটাই হবে গণতন্ত্র

বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, স্বাধীনতাবিরোধী শক্তি আর ফ্যাসিবাদী সহযোগীর মিলনে গণতন্ত্র পুরিপুষ্ট হবে না।

Advertisement

তিনি আরও বলেন, মেরুকরণ যাই হোক; জনগণ যেটিকে অনুমোদন করবে আমরা মনে করি সেটাই হবে গণতন্ত্র।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) সকালে জেলা বিএনপির আয়োজিত সাংগঠনিক সভায় যোগ দেওয়ার আগে শিল্পকলা একাডেমি চত্বরে সাংবাদিকদের এসব কথা বলেন শামসুজ্জামান দুদু।

বিএনপি নেতা দুদু আরও বলেন, আমরা বাংলাদেশটাকে গণতান্ত্রিক ধারায় ফেরত আনতে চাই। মানুষের অধিকারকে ফিরিয়ে আনতে চাই।

Advertisement

পরে জেলা বিএনপির সাংগঠনিক সভায় যোগ দেন শামসুজ্জামান দুদু। সভায় বিএনপির রংপুর বিভাগের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক ও আমিনুল ইসলাম, কেন্দ্রীয় বিএনপির সদস্য ও ঠাকুরগাঁও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সল আমীন প্রমুখ উপস্থিত ছিলেন।

তানভীর হাসান তানু/এসআর/জেআইএম