মার্কিন নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুমকি দিয়ে বলেছেন, রাশিয়া যদি ইউক্রেন যুদ্ধ বন্ধে রাজি না হয় তাহলে নতুন করে শুল্ক ও নিষেধাজ্ঞা আরোপ করা হবে। তবে তার এই হুমকিতে নতুন কিছু দেখছে না ক্রেমলিন।
Advertisement
রাশিয়া ও যুদ্ধের কথা উল্লেখ করে গত বুধবার ট্রাম্প বলেছেন, আমরা যদি শিগগির একটা চুক্তিতে পৌঁছাতে না পারি তাহলে রাশিয়ার ওপর নতুন করে শুল্ক, ট্যাক্স ও নিষেধাজ্ঞা আরোপ করা হবে।
এর জবাবে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, প্রথম মেয়াদেও ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছিল।
পেসকভ বলেন, তাই আমরা এই হুমকিতে নতুন করে কিছু দেখছি না। ট্রাম্পের সব মন্তব্য নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে বলেও জানান তিনি।
Advertisement
এদিকে ডোনাল্ড ট্রাম্পের অভিষেকের কয়েক ঘণ্টা পরেই ভিডিও কলে কথা বলেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এ সময় তারা চীন-রাশিয়া সম্পর্ক আরও জোরদার করার অঙ্গীকার করেছেন।
পুতিন জিনপিংকে ‘প্রিয় বন্ধু’ বলে উল্লেখ করে জানান, রাশিয়া ও চীন বাইরের চাপ থাকা সত্ত্বেও বন্ধুত্ব, পারস্পরিক বিশ্বাস ও সমর্থনেরভিত্তিতে সম্পর্ক গড়ে তুলছে। জিনপিং পুতিনকে কৌশলগত সমন্বয় আরও গভীর করার পাশাপাশি বৈধ স্বার্থ রক্ষার আহ্বান জানান।
সূত্র: রয়টার্স
এমএসএম
Advertisement