জাতীয়

বাজে মন্তব্য, দুই পেজের বিরুদ্ধে মামলা করলেন সারজিস আলম

ফেসবুকের দুটি পেজের বিরুদ্ধে মামলা করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম। সাইবার বুলিংয়ের অভিযোগ তুলে এ মামলা করেছেন তিনি।

Advertisement

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) ডিএমপির শাহবাগ থানায় মামলা করেন তিনি।

আরও পড়ুনফেসবুক: ব্যবহার, অপব্যবহার ও করণীয়ফেসবুকে পোস্ট করার আগে যে বিষয়ে খেয়াল রাখবেন

মামলার বিষয়টি নিশ্চিত করেন শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ খালিদ মনসুর।

তিনি বলেন, ফেসবুকে সারজিসকে নিয়ে আজেবাজে মন্তব্য করার কারণে তিনি মামলা করেছেন। এসব মামলা সাইবার ক্রাইম ইউনিট তদন্ত করবে। তিনি ফেসবুক পেজের লিংক ও কিছু ছবি দিয়েছেন।

Advertisement

টিটি/এমআরএম/জেআইএম