ক্যাম্পাস

রাবি সমন্বয়কের ওপর দুর্বৃত্তদের হামলা, প্রতিবাদে মানববন্ধন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নুরুল ইসলাম শহীদ সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন। মঙ্গলবার (২১ জানুয়ারি) দিনগত নগরীর হেতেমখাঁ এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় বুধবার দুপুর দেড়টায় নুরুল ইসলাম শহীদের ওপর দুর্বৃত্তদের হামলার প্রতিবাদে ও সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতারের দাবিতে মানববন্ধন করেছে স্টুডেন্ট রাইটস অ্যাসোসিয়েশন।

Advertisement

জুলাই বিপ্লবের একজন সামনের সারির যোদ্ধার ওপর হামলা ও দুর্বৃত্তদের অতি দ্রুত বিচারের দাবি জানিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অন্যতম সমন্বয়ক রাশেদ রাজন বলেন, রাষ্ট্র সংসারে ভূমিকা পালন করা যোদ্ধাদের ওপর ফেসবুকসহ বিভিন্ন স্যোশাল মিডিয়ায় হামলার হুমকি ধমকি আসছিল। এ সিস্টেমকে যারা পরিবর্তন করতে চেয়েছে রাষ্ট্র সংস্কারে যারা অগ্রণী ভূমিকা পালন করছে তাদের ওপর পূর্বপরিকল্পিত হামলার ষড়যন্ত্র চলছিল। তারই বহিঃপ্রকাশ আমরা কালকে রাতে দেখেছি। নুরুল ইসলাম শহীদের ওপর যে হামলা হয়েছে তা খুবই দুঃখজনক ও ন্যক্কারজনক। একজন সামনের সারির যোদ্ধার ওপর হামলা রাষ্ট্রের নিরাপত্তাকে প্রশ্নবিদ্ধ করে। অতিদ্রুত এর বিচার করতে হবে। এর বিচার না হলে আগামীর যে সম্প্রীতির বাংলাদেশ, জবাবদিহিতার বাংলাদেশ, সুশাসনের বাংলাদেশ গড়ার স্বপ্ন আমরা দেখছি সেটি প্রশ্নবিদ্ধ হবে।

এ হামলার প্রতিবাদ জানিয়ে সংগঠনটির সভাপতি মেহেদী সজিব বলেন, জুলাই আন্দোলনের ক্রান্তিকালে শত শত শিক্ষার্থীকে ডেকেছিলাম আন্দোলনের নেতৃত্ব দেওয়ার জন্য, তার মধ্যে ১৭ জন সাড়া দিয়েছিল, তাদের একজন নুরুল ইসলাম শহীদ। সে ফ্যাসিবাদী শাসনামলে জীবন বাজি রেখে আমাদের সঙ্গে আন্দোলনের নেতৃত্ব দিয়েছে। গতকাল রাতে তার ওপর যে হামলা হয়েছে এতে প্রমাণ করে অতিসত্বর আমি আপনিসহ বিপ্লবী সবার ওপরে এ হামলা ধেয়ে আসছে।

এরআগে মঙ্গলবার দিনগত রাত ১১টার দিকে রাজশাহীর হেতেমখাঁ এলাকায় ২০-২৫ জন দুর্বৃত্ত রাবি সমন্বয়ক নুরল ইসলাম শহীদের ওপর হামলা চালায়। রড-পাইপ ও লাঠি দিয়ে তার সারা শরীরে আঘাত করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেলে নিয়ে যান।

Advertisement

মনির হোসেন মাহিন/আরএইচ/জিকেএস