জাতীয়

মালয়েশিয়া যেতে না পারা ৮১ শতাংশ কর্মী টাকা ফেরত পেয়েছেন

প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব রুহুল আমিন জানিয়েছেন, মালয়েশিয়ায় যেতে না পারা ১৮ হাজার কর্মীর ৮১ শতাংশ টাকা ফেরত দেওয়া হয়েছে, যারা টাকা ফেরত পেয়েছেন, কর্মীর লিখিত স্ট্যাম্পসহ কাগজ আমাদের কাছে দিয়েছে রিক্রুটিং এজেন্সি। বাকিদের টাকা ফেরতের কার্যক্রম চলমান।

Advertisement

বুধবার (২২ জানুয়ারি) মন্ত্রণালয়ের নিজ কার্যালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

বুধবার সকাল থেকে মালয়েশিয়ায় যেতে না পারা কর্মীদের চলমান বিক্ষোভের পরিপ্রেক্ষিতে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

রুহুল আমিন বলেন, যেসব কর্মী টাকা ফেরত পেয়েছেন, কর্মীদের যে দাবি দাওয়া নেই সেই কাগজ এজেন্সিগুলো আমাদের কাছে দিয়েছে। এখন কর্মীরা টাকা কম-বেশি পেয়েছেন, সেটা হয়তো অন্য জিনিস। তবে সেটা তারা লিখিত দিয়েছেন। এটা একটা অগ্রগতি।

Advertisement

আরও পড়ুন কারওয়ান বাজারে অবস্থান নিয়েছেন মালয়েশিয়া যেতে না পারা কর্মীরা  আশ্বাস না পেলে সড়ক ছাড়বেন না মালয়েশিয়া যেতে না পারা কর্মীরা  সব কিছু নির্ভর করছে মালয়েশিয়ার ওপর: প্রবাসী কল্যাণ সচিব 

তিনি বলেন, এখনো যারা টাকা পরিশোধ করছেন না, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তবে আমাদের প্রাইম টার্গেট তারা যেন টাকা ফেরত পায়। দ্বিতীয়ত তাদের যাওয়ার পদ্ধতিটা যেন একসঙ্গে চালিয়ে যেতে পারি। দিনশেষে তারা যদি যেতে পারে সেটা হবে আমাদের সফলতা।

এদিকে সকাল ৯টা থেকে চার দাবি নিয়ে কারওয়ান বাজারে বিক্ষোভ শুরু করেন যেতে না পারা কর্মীরা। এরপর বেলা ১১টার পর আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের ধাক্কাধাক্কি হলে তারা সরে যেতে বাধ্য হন। বেলা ১১টা ৪০ মিনিটে তারা কারওয়ান বাজার থেকে বিক্ষোভ মিছিল নিয়ে প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ের দিকে রওনা হন। দুপুর সাড়ে ১২টা থেকে তারা ইস্কাটনে প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ের সামনে বিক্ষোভ করছেন।

আরএএস/এমআরএম/জিকেএস

Advertisement