দেশজুড়ে

শ্রমিকরা বিক্ষোভে যোগ না দেওয়ায় কারখানায় হামলা, ছুটি ঘোষণা

গাজীপুরে একটি পোশাক কারখানার শ্রমিকরা অপর একটি পোশাক কারখানায় ব্যাপক ভাঙচুর চালিয়েছেন। এতে দুই শ্রমিক আহত হয়েছেন। এই ঘটনায় ওই এলাকার বেশ কিছু পোশাক কারখানা ছুটি ঘোষণা করা হয়েছে।

Advertisement

বুধবার (২২ জানুয়ারি) সকাল সাড়ে নয়টার দিকে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার কামরাঙ্গারচালা এলাকার ল্যাভেন্ডার গার্মেন্টস লিমিটেড কারখানায় এই ঘটনা ঘটে। ঘটনার পর কারখানাটি ছুটি ঘোষণা করা হয়েছে। ঘটনাস্থলে সেনাবাহিনীসহ বিভিন্ন আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা মোতায়েন রয়েছেন।

এসময় দুজন শ্রমিক আহত হয়েছেন। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে বলে জানা গেছে। ওই ঘটনার পর আশপাশের বেশ কয়েকটি কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে।

কারখানা কর্তৃপক্ষ, পুলিশ ও শ্রমিকরা জানায়, উপজেলার তেলিচালা, কামরাঙ্গারচালা, মৌচাকসহ বিভিন্ন এলাকার শ্রমিকরা প্রায়ই ছিনতাইয়ের শিকার হচ্ছেন। ছিনতাইকারীদের গ্রেফতার ও শ্রমিক আহত হওয়ার ঘটনার বিচার দাবিতে মঙ্গলবার বিকেল থেকে শ্রমিকরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। ওই সময় তেলিরচালা এলাকার এটিএস অ্যাপারেলস কারখানার শ্রমিকরা আশপাশের কারখানার শ্রমিকদের সঙ্গে যোগ দেওয়ার দাবি জানান। শ্রমিকরা কামরাঙ্গারচালা এলাকার ল্যাভেন্ডার গার্মেন্টস লিমিটেড কারখানার শ্রমিকদের তাদের সঙ্গে যোগ দিতে আহ্বান জানান। কিন্তু শ্রমিকরা তাদের সঙ্গে যোগ না দিয়ে উল্টো বহিরাগত শ্রমিকদের ওপর ইট-পাটকেল নিক্ষেপ করেন। এক পর্যায়ে বহিরাগত শ্রমিকরা চলে যান।

Advertisement

ওই ঘটনার জের ধরে তেলিরচালা এলাকার এটিএস অ্যাপারেলস লিমিটেড কারখানার শ্রমিকরা বুধবার সকাল সাড়ে নয়টার দিকে ল্যাভেন্ডার গার্মেন্টস লিমিটেড কারখানায় হামলা চালান। হামলা চালিয়ে প্রধান ফটক ভেঙে ভেতরে প্রবেশ করে কারখানার ভেতরে থাকা গার্মেন্টস ভবনের গ্লাস, মূল্যবান মালামাল, আসবাবপত্র, যানবাহনসহ ব্যাপক ভাঙচুর করে।

খবর পেয়ে সেনাবাহিনী, শিল্প পুলিশ ও থানা পুলিশ ঘটনার স্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। হামলায় দুজন শ্রমিক আহত হয়েছেন। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে বলে জানা গেছে। কারখানায় হামলা ভাঙচুরের ঘটনার পর আশপাশের বেশ কয়েকটি কারখানায় আজকের জন্য ছুটি ঘোষণা করা হয়েছে।

ঘটনার খবর পেয়ে কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউসার আহাম্মেদ, গাজীপুর শিল্প পুলিশ-২ এর পুলিশ সুপার এ কে এম জহিরুল ইসলাম, কালিয়াকৈর থানার ওসি রিয়াদ মাহমুদ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

ল্যাভেন্ডার গার্মেন্টস লিমিটেড কারখানার এইচ আর এডমিন মো. আখতারুজ্জামান জানান, বহিরাগত শ্রমিকরা হামলা চালিয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি করেছে। প্রাথমিকভাবে ধারণা করছি তিন কোটি টাকার বেশি ক্ষতি হয়েছে। ওই ঘটনার পর কারখানা ছুটি দেওয়া হয়েছে। পরবর্তীতে খোলার ব্যাপারে এখনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।

Advertisement

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াদ মাহমুদ বলেন, হামলার ঘটনাটি তদন্ত করা হচ্ছে, এর সঙ্গে আরও নানা ধরনের কারণও থাকতে পারে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।

গাজীপুর শিল্প পুলিশ-২ এর পুলিশ সুপার এ কে এম জহিরুল ইসলাম বলেন, মঙ্গলবার শ্রমিকরা আন্দোলন করেন। ওইসব শ্রমিকদের সঙ্গে ল্যাভেন্ডার গার্মেন্টসের শ্রমিকরা যোগ দেয়নি, যার কারণে আজকে বহিরাগত শ্রমিকরা কারখানায় হামলা চালিয়ে ভাঙচুর করেছে। কারখানায় এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে। যেকোনো প্রকার সহিংসতা রোধ করতে পুলিশ তৎপর রয়েছে।

আমিনুল ইসলাম/এফএ/এমএস