স্প্যানিশ লা লিগায় লাস পালমাসকে ৪-১ গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। জোড়া গোল করেছেন কিলিয়ান এমবাপে। দুর্দান্ত জয়ে টেবিলের শীর্ষে চলে গেছে লস বাঙ্কসরা।
Advertisement
নগর প্রতিদ্বন্দ্বী অ্যাথলেটিকে মাদ্রিদকে পেছনে ফেলে শীর্ষস্থান দখল করেছে রিয়াল। গেল শনিবার ল্যাগানেসের কাছে ১-০ ব্যবধানে হেরেছিল অ্যাথলেটিকো। এতেই শীর্ষ ওঠার সুযোগ তৈরি হয় রিয়ালের।
বর্তমানে ২০ ম্যাচে ৪৬ পয়েন্ট নিয়ে টেবিলের নেতৃত্ব দিচ্ছে রিয়াল। সমান ম্যাচে অ্যাথলেটিকো আছে ২ পয়েন্ট (৪৪) পিছিয়ে। তাদের অবস্থান দুইয়ে। আর ৩৯ পয়েন্ট নিয়ে তৃতীয়স্থানে বার্সেলোনা।
সান্তিয়াগো বার্নাব্যুতে রোববার রাতে ২৫ সেকেন্ডে গোল হজম করে রিয়াল। গোল করেন লাস পালমাসের সাভিও সিলবা। লাস পালমাসের কোনো খেলোয়াড়ের এটাই দ্রুততম গোলের রেকর্ড। এতে ১-০ তে পিছিয়ে পড়ে স্বাগতিক রিয়াল।
Advertisement
শুরুতে গোল হজম করে প্রতিপক্ষের ওপর দিয়ে তাণ্ডবলীলা চালায় রিয়াল। একের পর এক আক্রমণ করে লাস পালমাসের রক্ষণভাগকে ব্যতিব্যস্ত করে তোলে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। ১৮ মিনিটে সফল পেনাল্টিতে রিয়ালকে সমতায় ফেরান এমবাপে। পেনাল্টি এরিয়ায় লাস পালমাসের সান্দ্রো রামিরেজ ফাউল করেন রিয়ালের ফরোয়ার্ড রদ্রিগোকে।
৩৩ মিনিটে রিয়ালকে ২-১ ব্যবধানে এগিয়ে দেন ব্রাহিম দিয়াজ। ৩ মিনিট পরই রদ্রিগোর ক্রস থেকে নিজের দ্বিতীয় গোল করেন এমবাপে। এতে রিয়াল এগিয়ে যায় ৩-১ ব্যবধানে। বিরতির আগে আরেকবার বল লাস পালমাসের জালে জমা করেছিলেন ফরাসি বিশ্বকাপজয়ী তারকা। তবে অফসাইডের কারণে গোলটি বাতিল করে দেন রেফারি। যে কারণে হ্যাটট্রিক পূর্ণ হয়নি এমবাপের।
৫৭ মিনিটে কাউন্টার অ্যাটাকে রিয়ালের শেষ গোলটি করেন রদ্রিগো। এতে ম্যাচের ব্যবধান দাঁড়ায় ৪-১।
৬৪ মিনিটে ১০ জনের দলে পরিণত হয় লাস পালমাস। রিয়াল তারকা লুকাস ভাসকেসকে বাজে ট্যাকল দিয়ে সরাসরি লাল কার্ড দেখেন লাস পালমাসের বদলি খেলোয়াড় বেনিতো রামিরেজ। সফরকারীরা ম্যাচের বাকি সময় ১০ জন নিয়ে খেললেও আর গোল করতে পারেনি রিয়াল।
Advertisement
এমএইচ/জেআইএম