অর্থনীতি

আগের হারে ফিরলো ওয়ার্কশপ সেবার ভ্যাট

রেস্তোরাঁ সেবার পর মোটরসাইকেল গ্যারেজ বা গাড়ির ওয়ার্কশপের ভ্যাট আগের মতো ১০ শতাংশ করা হয়েছে। সোমবার (২০ জানুয়ারি) জাতীয় রাজস্ব বোর্ডের জনসংযোগ কর্মকর্তা মো. আল-আমিন শেখ জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

Advertisement

এর আগে গত ৯ জানুয়ারি শতাধিক পণ্য ও সেবায় ভ্যাট ও শুল্ক বাড়ায় সরকার। ওয়ার্কশপ সেবার ওপর ৫ শতাংশ বাড়িয়ে ১৫ শতাংশ করা হয়। আগে এই সেবার ওপর ১০ শতাংশ ভ্যাট ছিল। আজ নতুন সিদ্ধান্তের ফলে এই খাতে বর্ধিত ভ্যাট পুরোপুরি প্রত্যাহার করলো এনবিআর।

আরও পড়ুন:

শুল্ক-ভ্যাটের হার বাড়িয়ে রাজস্ব বাড়াতে পারবেন না বাড়িঘর রং করতেও গুনতে হবে বাড়তি টাকা

এর আগে রেস্তোরাঁ সেবা থেকে ভ্যাট বাড়ানোর সিদ্ধান্ত থেকে সরে আসে এনবিআর। ওই খাতে ভ্যাট ছিল ৫ শতাংশ, ৯ জানুয়ারি তা বাড়িয়ে ১৫ শতাংশ করা হয়। এ খাতের মালিকদের আন্দোলনের মুখে পুনরায় আগের হার নির্ধারণ করে এনবিআর। পাশাপাশি ই-বুকেও ভ্যাট অব্যাহতি দেওয়া হয়েছে।

Advertisement

এদিকে, ওষুধ, পোশাকসহ অত্যাবশ্যকীয় পণ্যের ওপর যে বাড়তি ভ্যাট আরোপ করা হয়েছে, তা রিভিউ (পর্যালোচনা) করা হচ্ছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ। নতুন আরোপিত ভ্যাট প্রত্যাহারের জন্য এরইমধ্যে ব্যবসায়ীদের শীর্ষ প্রতিষ্ঠান এফবিসিসিআই ও ডিসিসিআইসহ শিল্প মালিকরা সরকারের কাছে দাবি জানিয়েছেন।

এসএম/এসএনআর/জিকেএস