৪০ বাংলাদেশিসহ মোট ৪৬ জন অবৈধ অভিবাসীকে ফেরত পাঠিয়েছে মালয়েশিয়া। দেশটির কুয়ালা তেরেঙ্গানু রাজ্যের অভিবাসন বিভাগ রোববার (১৯ জানুয়ারি), আটক তিন দেশের অভিবাসীদের নিজ নিজ দেশে ফেরত পাঠিয়েছে।
Advertisement
রাজ্যের ইমিগ্রেশন বিভাগের (জেআইএম) পরিচালক মোহাম্মদ ইউসরি মোহাম্মদ নূর বলেছেন, কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরের (কেএলআইএ) টার্মিনাল এক এবং টার্মিনাল দুই দিয়ে তাদের পাঠানো হয়েছে।
আরও পড়ুনমালয়েশিয়ায় ৭৬ বাংলাদেশি আটক মালয়েশিয়ায় পাম বাগানে বিদেশি কর্মী নিয়োগের ঘোষণাতিনি বলেন, যাদের পাঠানো হয়েছে, তাদের বেশ কয়েকটি অভিযানে আটক করা হয়েছিল এবং অভিবাসন আইন ১৯৫৯/৬৩ (সংশোধনী ২০০২) এবং অভিবাসন নিয়ন্ত্রণ ১৯৬৩ এর অধীনে অপরাধে আইনি প্রক্রিয়া শেষে, ইমিগ্রেশন ব্যবস্থায় কালো তালিকাভুক্ত করে তাদের নিজ নিজ দেশে পাঠানো হয়েছে। যেন এই অভিবাসীরা মালয়েশিয়ায় প্রবেশ করতে না পারে।
যাদের নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে তাদের মধ্যে ৪০ জন বাংলাদেশি পুরুষ, চারজন ভারতীয় পুরুষ এবং সিরিয়ার একজন নারীসহ দুজন অভিবাসী রয়েছেন। যাদের বয়স ১৮ থেকে ৫৫ বছরের মধ্যে।
Advertisement
এমআরএম