চলতি বিপিএলের প্রথম দেখায় ঢাকা ক্যাপিটালসকে ৩ উইকেটে হারিয়েছিল সিলেট স্ট্রাইকার্স। আজ সোমবার দ্বিতীয়বার রাজধানীর দলটির মুখোমুখি হচ্ছে সিলেট। যে কারণে আজ ঢাকার প্রতিশোধ আদায়ের ম্যাচ।
Advertisement
জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টসভাগ্যও সহায় হয়েছে ঢাকার। টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন ঢাকার অধিনায়ক থিসারা পেরেরা। আগে বোলিং করবে আরিফুল হকের সিলেট।
এখন পর্যন্ত ৮ ম্যাচে মাত্র ১টিতে জয় পেয়েছে ঢাকা। ৭ দলের টুর্নামেন্টে ২ পয়েন্ট নিয়ে টেবিলের তলানিতে শাকিব খানের দল। অন্যদিকে ৭ ম্যাচে সিলেটের জয় ২টিতে, পয়েন্ট ৪। টেবিলে তাদের অবস্থান ঢাকার এক ধাপ আগে (ষষ্ঠ স্থানে)।
ঢাকা ক্যাপিটালস একাদশ
Advertisement
তানজিদ হাসান, লিটন দাস, মুকিদুল ইসলাম, জেপি কোৎজে, সাব্বির রহমান, থিসারা পেরেরা (অধিনায়ক), মোসাদ্দেক হোসেন, মোস্তাফিজুর রহমান, ফরমানুল্লাহ সাফি, আবু জায়েদ, নাজমুল ইসলাম।
সিলেট স্ট্রাইকার্স একাদশ
সামিউল্লাহ শিনওয়ারি, রনি তালুকদার, জাকির হাসান, জর্জ মুনসে (উইকেটরক্ষক), অ্যারন জোনস, জাকের আলী, আরিফুল হক (অধিনায়ক), রুয়েল মিয়া, আল-আমিন হোসেন, টিপু সুলতান, সুমন খান।
এমএইচ/
Advertisement