আইন-আদালত

জাতির পিতা শব্দের বিলুপ্তির নির্দেশনা চেয়ে রিট

জাতির পিতা শব্দের বিলুপ্তির নির্দেশনা চেয়ে রিট আবেদন দায়ের করা হয়েছে। একই সঙ্গে স্বাধীন বাংলাদেশের প্রতিষ্ঠাতার সঠিক ইতিহাস প্রণয়ন এবং স্বাধীনতাযুদ্ধের ইতিহাস বিকৃতিকারীদের শাস্তি দিতে কমিশন গঠনের নির্দেশনা চাওয়া হয়েছে রিটে।

Advertisement

সুপ্রিম কোর্টের আইনজীবী মুহম্মদ আরিফুর রহমান মুরাদ ভূঁইয়া জনস্বার্থে গত ১৬ জানুয়ারি হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি দায়ের করেন।

আইনজীবী মুহাম্মদ আরিফুর রহমান মুরাদ রিটের বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন। তিনি বলেন, রিটে সংবিধানের অনুচ্ছেদ ৪ক বাতিল চাওয়া হয়েছে। সেই সঙ্গে মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস এবং ২০২৪ এর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন তথা স্বৈরাচারী আওয়ামী লীগ সরকার পতনের নেতৃত্ব সম্পর্কে গণমাধ্যম ও পাঠ্যপুস্তকে তুলে ধরার নির্দেশনা চাওয়া হয়েছে।

আরও পড়ুন>>>চাঁদনী চক মার্কেট নিয়ে একাধিক রিট, হাইকোর্ট বললেন ‘প্রতারণা’

তিনি জানান, একক ব্যক্তি কোনো দেশ স্বাধীন করতে পারে না, তাই জনস্বার্থে ৯৩ শতাংশ মুসলিম অধ্যুষিত দেশে জাতির জনক এর স্থলে স্বাধীন বাংলাদেশের প্রতিষ্ঠাতাদের সঠিক তালিকা প্রণয়ন করতে জনস্বার্থে রিট আবেদনটি করা হয়েছে।

Advertisement

এফএইচ/এসআইটি/জেআইএম