জাতীয়

চমেক হাসপাতালে ১১ দালালকে ধরলো র‌্যাব

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে র‌্যাবের অভিযানে হাতেনাতে ধরা পড়েছে ১১ দালাল। রোববার (১৯ জানুয়ারি) বিকেলে চমেক হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড থেকে তাদের আটক করে র‌্যাব-৭।

Advertisement

আটকদের বিরুদ্ধে অভিযোগ, তারা রোগী ও রোগীর স্বজনদের বিভিন্ন ফাঁদে ফেলে চমেক হাসপাতালের আশপাশের ল্যাব এবং ফার্মেসিতে নিয়ে যান। ফলে প্রতারণা ও হয়রানির শিকার হচ্ছেন চমেক হাসপাতালে দূরদূরান্ত থেকে আসা রোগী ও তাদের স্বজনরা।

র‌্যাব-৭ জানিয়েছে, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে দালালের দৌরাত্ম্য বেড়ে যাওয়ায় জেলা প্রশাসনের নির্দেশে অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডের সামনে থেকে ১১ জনকে আটক করা হয়। এরপর ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৮ জনকে কারাদণ্ড এবং ৩ জনকে জরিমানা করা হয়।

আরও পড়ুন: বেনাপোলে ভারতগামী যাত্রীর টাকা ছিনতাই করে তিন দালাল গ্রেফতার

পাঁচলাইশ থানার ওসি মোহাম্মদ সোলাইমান বলেন, চট্টগ্রাম মেডিকেল হাসপাতাল থেকে ১১ জন দালাল ধরা পড়েছে। ১১ জনের মধ্যে ৮ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। তাদের থানার মাধ্যমে পাঠানো হয়েছে চট্টগ্রাম কারাগারে।

Advertisement

এমডিআইএইচ/এমএইচআর/জেআইএম