আইন-আদালত

ডাকসু সংস্কারে ছাত্র ফেডারেশনের ১৮ প্রস্তাবনা

 

ডাকসুর গঠনতন্ত্র সংস্কারে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ১৮টি প্রস্তাবনা দিয়েছে বাংলাদেশ ছাত্র ফেডারেশন।

Advertisement

রোববার (১৯ জানুয়ারি) বিকেলে বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে এ উপলক্ষে সংবাদ সম্মেলন আয়োজন করা হয়।

ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র ফেডারেশনের আহ্বায়ক আরমানুল হকের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সম্পাদক সাকিবুর রনি।

এ সময় আরমানুল হক বলেন, বাংলাদেশ ছাত্র ফেডারেশন তার প্রতিষ্ঠাকালীন সময় থেকে বিভিন্ন ক্যাম্পাসে শিক্ষার্থীদের গণতান্ত্রিক অধিকার নিশ্চিতে কাজ করে যাচ্ছে। ক্যাম্পাসগুলোতে শিক্ষার্থীদের গণতান্ত্রিক চর্চা এবং অধিকার রক্ষায় নির্বাচিত ছাত্র সংসদের কোনো বিকল্প নেই বলে বাংলাদেশ ছাত্র ফেডারেশন মনে করে। ডাকসুকে একটি স্বাধীন, কার্যকর ও শিক্ষার্থীবান্ধব প্রতিষ্ঠান হিসেবে তার কার্যক্রম পরিচালনা করার সুযোগ করে দিতে হলে ডাকসুর গঠনতন্ত্রে বেশকিছু পরিবর্তন আনা জরুরি।

Advertisement

আরও পড়ুন শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদ-ডাকসুর রোডম্যাপ দাবিতে বিক্ষোভ

তিনি বলেন, বাংলাদেশ ছাত্র ফেডারেশন ডাকসুর গঠনতন্ত্রের সভাপতি পদে ছাত্র নেতৃত্বসহ ডাকসুর গণতান্ত্রিক রূপান্তরে ১৮টি ধারায় সংশোধনীর প্রস্তাব উপস্থাপন করছে। এই সংশোধনী বাস্তবায়নের মধ্যদিয়ে ডাকসুকে একটি অধিক গণতান্ত্রিক প্রতিষ্ঠান হিসেবে আমরা গড়ে তুলতে চাই।

সংবাদ সম্মেলনে সংগঠনের সদস্য সীমা আক্তার, হাসিবুর রহমান, সিদরাতুল মুনতাহা ওহীসহ অন্যরা উপস্থিত ছিলেন।

এমএইচএ/ইএ/জিকেএস

Advertisement