দেশজুড়ে

বিএনপি নেতাকে ‘হাইব্রিড’ ডাকাকে কেন্দ্র করে ভৈরবে ফের সংঘর্ষ

কিশোরগঞ্জের ভৈরবে ওয়ার্ড বিএনপির এক নেতাকে ‘হাইব্রিড’ ডাকাকে কেন্দ্র করে ফের দফায় দফায় সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন। ভাঙচুর করা হয়েছে বেশ কয়েকটি দোকানপাট।

Advertisement

রোববার (১৯ জানুয়ারি) বিকেলে ও সন্ধ্যার দিকে পৌর শহরের চন্ডিবের মধ্যপাড়ায় দুপক্ষের মধ্য দুই দফায় সংঘর্ষের ঘটনা ঘটে।

এর আগে শনিবার (১৮ জানুয়ারি) দুপুরে একই ঘটনার জেরে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়েছিল। এতে দুই পক্ষের অন্তত আটজন আহত হয়েছিলেন। নতুন করে সংঘর্ষের ঘটনা ঘটায় পক্ষ দুটির মধ্যে উত্তেজনা বিরাজ করছে।

আরও পড়ুন নেতাকে ‘হাইব্রিড’ বলায় বিএনপি দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৫

স্থানীয় সূত্রে জানা যায়, পৌর শহরের চন্ডিবের এলাকায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন কুলিয়ারচর উপজেলা বিএনপির এক জ্যেষ্ঠ নেতা। শনিবার দুপুরে তাকে শুভেচ্ছা জানাতে চন্ডিবের এলাকার বিএনপির নেতাকর্মীরা লোকজন নিয়ে জড়ো হন। এসময় ৯ নম্বর ওয়ার্ড বিএনপির যুবদল সভাপতি আক্তার মিয়ার পক্ষের লোকজন ও পৌর শহরের ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি আকবর মিয়ার ছেলে ওয়ার্ড যুবদল নেতা সফিকুল ইসলামের লোকজনের মধ্য কথা-কাটাকাটি হয়।

Advertisement

একপর্যায়ে সফিকুল ইসলামকে ‘হাইব্রিড’ নেতা ডাকাকে কেন্দ্র করে দুপক্ষের লোকজনের মধ্য সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় গুরুতর আহত হন যুবদল নেতা সফিকুল ইসলামসহ বেশ কয়েকজন নেতা। খবর পেয়ে থানা পুলিশ ও বিএনপির নেতারা ঘটনাস্থলে গিয়ে সংঘর্ষ নিয়ন্ত্রণে আনেন। আজ বিকেলের দিকে উভয় পক্ষ আবারও সংঘর্ষে জড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ও সেনাসদস্যরা ঘটনাস্থলে আসেন।

ভৈরব উপজেলা বিএনপির সভাপতি রফিকুল ইসলাম বলেন, আমরা গিয়ে দুই পক্ষকে শান্ত করে এসেছি। মঙ্গলবার এ নিয়ে সালিশ হবে।

এ বিষয়ে ভৈরব থানার পরিদর্শক (তদন্ত) শাহিন মিয়া জানান, পুলিশ ও সেনাসদস্যের উপস্থিতির পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। বর্তমানে দুই পক্ষই শান্ত আছে।

রাজীবুল হাসান/এসআর/জিকেএস

Advertisement