বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া নানা ঘটনা থেকে সংক্ষেপে গুরুত্বপূর্ণ কিছু সংবাদ থাকছে জাগো নিউজের পাঠকদের জন্য-
Advertisement
নাইজেরিয়ার মধ্যাঞ্চলে একটি তেলবাহী ট্যাংকার উল্টে যাওয়ার পর বিস্ফোরণে অন্তত ৭০ জন নিহত হয়েছেন। লোকজন ট্যাংকার থেকে তেল সংগ্রহের জন্য ভিড় করলে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
টিকটককে ৯০ দিন সময় দিতে পারেন ট্রাম্পযুক্তরাষ্ট্রে নিষেধাজ্ঞার ব্যাপারে টিকটককে ৯০ দিন সময় দেওয়ার ইঙ্গিত দিয়েছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার (২০ জানুয়ারি) দ্বিতীয় মেয়াদে দায়িত্ব গ্রহণের পর এই ঘোষণা দিতে পারেন তিনি।
যুক্তরাষ্ট্রে বন্ধ টিকটক, অ্যাপল-গুগল স্টোর থেকেও উধাওযুক্তরাষ্ট্রে বন্ধ হয়ে গেলো জনপ্রিয় ভিডিও শেয়ারিং অ্যাপ টিকটক। শনিবার (১৮ জানুয়ারি) রাত থেকেই বন্ধ হয়ে গেছে চীনা অ্যাপটি, সরিয়ে নেওয়া হয়েছে অ্যাপল এবং গুগল প্লে স্টোর থেকেও। রোববার থেকে কার্যকর হওয়া এক নতুন আইনের অধীনে এই নিষেধাজ্ঞার মুখে পড়েছে টিকটক।
Advertisement
গাজায় যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হওয়ার আগমুহূর্তে হঠাৎ বেঁকে বসলো ইসরায়েল। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ঘোষণা দিয়েছেন, হামাসের পক্ষ থেকে জিম্মিদের নামের তালিকা প্রকাশ না করা পর্যন্ত যুদ্ধবিরতি কার্যকর হবে না।
প্রথমদিনই নির্বাহী আদেশের রেকর্ড ভাঙবেন ট্রাম্পযুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণের পর প্রথম দিনই রেকর্ড সংখ্যক নির্বাহী আদেশ জারি করবেন ডোনাল্ড ট্রাম্প। শনিবার (১৮ জানুয়ারি) এনবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, অভিষেক ভাষণের পরপরই এসব আদেশ জারির প্রক্রিয়া শুরু হবে।
তিন জিম্মির নাম প্রকাশ, গাজায় যুদ্ধবিরতি শুরুগাজায় যুদ্ধবিরতি শুরু হয়েছে। মুক্তি দেওয়া হবে এমন তিন ইসরায়েলি জিম্মির নাম প্রকাশ করেছে হামাস। তারা সবাই নারী। এরপরেই গাজায় যুদ্ধবিরতি শুরুর বিষয়টি নিশ্চিত করেছে কাতার। বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
৮০ বছরের মার্কিন পররাষ্ট্রনীতিকে উল্টে দেবেন ট্রাম্পডোনাল্ড ট্রাম্পকে তার সমালোচকরা মাঝে মাঝে হাস্যকর ও বিচ্ছিন্নতাবাদে বিশ্বাসী বলে অভিযুক্ত করেন। তার দ্বিতীয় মেয়াদ কেমন হতে চলেছে তা এরই মধ্যে কিছুটা ইঙ্গিত পাওয়া গেছে। শপথ অনুষ্ঠানের আগেই তিনি গাজায় যুদ্ধবিরতিতে সহযোগিতার কথা জানিয়েছেন। আর্কটিকে অবস্থিত খনিজ সম্পদে সমৃদ্ধ ও কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ গ্রিনল্যান্ড দখলে নেওয়ার কথা বলেছেন। ফলে তার দ্বিতীয় মেয়াদ প্রথমবারের চেয়ে যে জটিল হতে চলেছে শুধু তাই নয়, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যে পররাষ্ট্রনীতি যুক্তরাষ্ট্রের রয়েছে তাও তিনি ঘুরিয়ে দিতে পারেন।
Advertisement
মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ২০ জানুয়ারি (সোমবার) শপথ গ্রহণ করবেন ডোনাল্ড ট্রাম্প। তার আগের দিন অর্থাৎ যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় রোববার রাজধানী ওয়াশিংটনে ক্যাম্পেইন স্টাইলে বিজয় মিছিল করতে যাচ্ছেন তিনি।
যুক্তরাষ্ট্র ও ফিলিপাইনসের যৌথ সামরিক মহড়াদক্ষিণ চীন সাগরে পঞ্চমবারের মতো যৌথ সামরিক মহড়া চালিয়েছে যুক্তরাষ্ট্র ও ফিলিপাইনস। ম্যানিলার সশস্ত্র বাহিনী এ তথ্য জানিয়েছে।
প্রেসিডেন্ট হিসেবে শেষ দিনে কোথায় যাচ্ছেন বাইডেন?মার্কিন প্রেসিডেন্ট হিসেবে রোববার (১৯ জানুয়ারি) জো বাইডেনের শেষ পূর্ণ দিন। কারণ সোমবারই তার স্থলাভিষিক্ত হবেন ডোনাল্ড ট্রাম্প।
এমএসএম/জিকেএস