ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের (ডব্লিউইএফ) বার্ষিক সম্মেলনে যোগ দিতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সোমবার (২০ জানুয়ারি) সুইজারল্যান্ড যাচ্ছেন। ওই সম্মেলনে প্রথমবারের মতো বাংলাদেশ নিয়ে পৃথক ডায়ালগের আয়োজন থাকবে।
Advertisement
রোববার (১৯ জানুয়ারি) সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, এ ধরনের ফোরামে সাধারণত উন্নত দেশগুলোই এ জাতীয় ডায়ালগ করার সুযোগ পায়। প্রথমবারের মতো বাংলাদেশ সেই সুযোগ পেয়েছে।
আরও পড়ুন সোমবার সুইজারল্যান্ড যাচ্ছেন ড. ইউনূসতিনি বলেন, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার আশা করে বাংলাদেশে বৈদেশিক বিনিয়োগ ও আন্তর্জাতিক ব্যবসায়ী নেতাদের কনফিডেন্স বাড়াতে এ সফর সহায়ক হবে। ডায়ালগটির আয়োজক কারা- জানতে চাইলে উপ-প্রেস সচিব বলেন, ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামই এটির আয়োজক। যেহেতু এটি একটি প্রাইভেটলি কনফারেন্স, তারা বাছাইকৃত দেশকে এ সুযোগ দিচ্ছে।
Advertisement
তিনি বলেন, ডায়ালগে বিশ্বের অনেক গুরুত্বপূর্ণ ব্যবসায়ী প্রতিনিধি, নেতৃবৃন্দ এবং বেশ কিছু আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের চিফ অপারেটিং অফিসার (সিইও) যোগ দেবেন। ডায়ালগটি বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং একটি দুর্লভ সুযোগ।
এমইউ/এমকেআর/জিকেএস