অ্যালেক্স রস ছাড়া খুলনা টাইগার্সের যেই ব্যাটারই উইকেটে এসেছেন, রান করেছেন। এর মধ্যে ফিফটি হাঁকিয়েছেন আফিফ হোসেন ও উইলিয়াম বসিস্টো। জোড়া ফিফটির পর শেষ দিকে ঝড় তুলেছেন মাহিদুল ইসলাম অংকন। ১২ বলে করেছেন ৩০ রান।
Advertisement
এতে দুর্বার রাজশাহীর বিপক্ষে ৪ উইকেটে ২০৯ রান করেছে খুলনা। অর্থাৎ জিততে হলে রাজশাহীকে করতে ২১০ রান।
আজ রোববার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে ব্যাটিং নেয় খুলনা। উদ্বোধনী জুটিতে ২৩ বলে ৪২ রান করেন দুই ওপেনার মোহাম্মদ নাইম ও মেহেদী হাসান মিরাজ।
জিসান আলমের বলে বোল্ড হওয়ার আগে ১৪ বলে ২৭ রান করেন নাইম। মিরাজের ১৩ বলে ২৬ রানের ইনিংস শেষ হয় তাসকিন আহমেদের বলে জিসানের হাতে ক্যাচ হয়ে।
Advertisement
৩ বলে ১ রান করে রানআউট হন রস। চতুর্থ উইকেটে ৭১ বলে ১১৩ রানের জুটি করেন আফিফ ও বসিস্টো। তাসকিনের দ্বিতীয় শিকার হওয়ার আগে ৪২ বলে ৫৬ রান (৩ চার ও ৩ ছক্কা) করেন আফিফ।
বসিস্টো থাকেন অপরাজিত। হার না মানা ৩৭ বলে ৫৫ রান করেন অস্ট্রেলিয়ান ডানহাতি ব্যাটার। শেষ দিকে ৪ ছক্কায় ১২ বলে ৩০ রান করে ইনিংস শেষ করে আসেন মাহিদুল।
রাজশাহীর হয়ে তাসকিন ২ আর জিসান ১ উইকেট শিকার করেন।
এমএইচ/জিকেএস
Advertisement