মাদারীপুরের শিবচরে জমি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। রোববার (১৯ জানুয়ারি) দুপুরে উপজেলার কাঁঠালবাড়ি ইউনিয়নের বাইড্ডা গ্রামে এ ঘটনা ঘটে।
Advertisement
আহতরা হলেন, একই গ্রামের জলিল মোড়ল (৪৫), সুমি আক্তার (৪৯), শারু বিবি (৬০), মোতালেব হাওলাদার (৪৫) ও কোহিনুর বেগম (৩৫)। বাকিদের নাম পাওয়া যায়নি।
পুলিশ, স্থানীয় সূত্র জানায়, দীর্ঘদিন ধরে উপজেলার বাইড্ডা গ্রামের মোতালেব হাওলাদারের সঙ্গে প্রতিবেশী জলিল মোড়লের জমি নিয়ে বিরোধ চলছিল। এর জেরে দুপুরে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। এতে উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হন।
শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ বলেন, এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
Advertisement
আয়শা সিদ্দিকা আকাশী/আরএইচ/জিকেএস