বাংলাদেশ বিমান বাহিনীতে ইঞ্জিনিয়ারিং, এটিসি, এডিডব্লিউসি, ফিন্যান্স ও মিটিওরলজি শাখায় স্বল্পমেয়াদী (DE 2025B) এবং শিক্ষা (পদার্থ, গণিত ও সাইকোলজি) শাখায় বিশেষ স্বল্পমেয়াদী কমিশন (SPSSC 2025B) কোর্সে ‘অফিসার ক্যাডেট’ পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ০৯ মার্চ পর্যন্ত আবেদন করতে পারবেন।
Advertisement
প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ বিমান বাহিনীকোর্সের নাম: ইঞ্জিনিয়ারিং, এটিসি, এডিডব্লিউসি, ফিন্যান্স ও মিটিওরলজি শাখায় স্বল্পমেয়াদী (DE 2025B) এবং শিক্ষা (পদার্থ, গণিত ও সাইকোলজি) শাখায় বিশেষ স্বল্পমেয়াদী কমিশন (SPSSC 2025B) কোর্সপদের নাম: অফিসার ক্যাডেট
শিক্ষাগত যোগ্যতা
বয়স: ২৩ জুন ২০২৫ তারিখে ২০-৩০ বছর (DE 2025B কোর্সের প্রার্থীদের জন্য) এবং ২১-৩৫ বছর (SPSSC 2025B কোর্সের প্রার্থীদের জন্য)বৈবাহিক অবস্থা: অবিবাহিত/বিবাহিত
Advertisement
শারীরিক যোগ্যতাপুরুষের উচ্চতা কমপক্ষে ৬৪ ইঞ্চি, বুকের মাপ ৩২ ইঞ্চি, সম্প্রসারণ ২ ইঞ্চিনারীর ক্ষেত্রে কমপক্ষে ৬২ ইঞ্চি, বুকের মাপ ২৮ ইঞ্চি, সম্প্রসারণ ২ ইঞ্চি।ওজন বয়স ও উচ্চতা অনুযায়ীচোখের মাপ: এটিসি/এডিডব্লিউসি শাখার জন্য ৬ বাই ১২ এবং ইঞ্জিনিয়ারিং, লজিস্টিক ও শিক্ষা শাখার জন্য ৬ বাই ৬ ও স্বাভাবিক দৃষ্টিসম্পন্ন
চাকরির ধরন: স্থায়ীপ্রার্থীর ধরন: নারী-পুরুষবেতন: প্রশিক্ষণকালীন ১০,৫০০ টাকা (প্রশিক্ষণ শেষে পদবি অনুসারে বেতন)
আবেদনের নিয়ম: আগ্রহীরা বাংলাদেশ বিমান বাহিনী ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন।
আরও পড়ুন ৯৯৭ জনকে নিয়োগ দেবে ব্যাংকার্স সিলেকশন কমিটি ৭৬৪ জনকে নিয়োগ দেবে পল্লী বিদ্যুতায়ন বোর্ড, লাগবে এসএসসি পাস সেনাবাহিনীর নিয়োগ বিজ্ঞপ্তি, সাড়ে ১৬ বছরেই আবেদনের সুযোগআবেদন ফি: ১০০০ টাকা
Advertisement
সম্ভাব্য যোগদানের তারিখ: ২৩ জুন ২০২৫
আবেদন শুরু: ০১ ফেব্রুয়ারি ২০২৫
আবেদন শেষ: ০৯ মার্চ ২০২৫ (শর্ত প্রযোজ্য)
পরীক্ষার তারিখ ও সময়: ১০, ১১, ১৭ ও ১৮ ফেব্রুয়ারি ২০২৫ এবং ০২, ০৫, ০৯ ও ১২ মার্চ ২০২৫ তারিখ সকাল ০৮টায় প্রার্থীকে অবশ্যই উপস্থিত থাকতে হবে। তবে রমজান মাসে সকাল ০৯টায় উপস্থিত থাকতে হবে।
পরীক্ষার স্থান: বাংলাদেশ বিমান বাহিনী তথ্য ও নির্বাচনী কেন্দ্র, পুরাতন বিমানবন্দর, তেজগাঁও, ঢাকা-১২১৫।
সম্পূর্ণ বিজ্ঞপ্তি দেখুন
সূত্র: বাংলাদেশ প্রতিদিন, ১৭ জানুয়ারি ২০২৫
এমআইএইচ